যে পথ দিয়েই হোক এসো

মন্দিরা ঘোষ
কবিতা
Bengali
যে পথ দিয়েই হোক এসো
তোমার জন্য সাজিয়ে রেখেছি
শিউলি পাতার ভাঁজে শরতের শিশির,
লাল ধুলোয় লুকোনো শীতের নরম রোদ্দুর আর
আমার অকারণ ব্যস্ততায় ভেজা মুহুর্তকণা।
তুমি আসবে বলে ভোরের মারুলি এঁকেছি
বার দুয়োরে,
শ্যামলী গাইয়ের দুধ আর
মইদুল চাচার টাটকা নতুন গুড়;
স্নান সেরে পায়েস হবে যে তোমার জন্য!
সকাল থেকেই বাড়ির চালে
চড়াই শালিখের হুটোপুটি;
ওরাও যেন টের পেয়েছে সব!
রামুকাকা  তিনবার এসে খোঁজ নিয়ে গেছে,
তার ও তো শেষ সম্বলটুকু তুমিই!
তোরঙ্গে নীল শাড়িটি সযত্নে রেখেছি খুব,
ভাঁজে ভাঁজে দীর্ঘপথের
 অপেক্ষার ছায়া লুকিয়ে আছে,
সুতোগুলো কোমলতা হারিয়েও
চেয়ে আছে তোমার দিকে।
বিকেলের লাল আলোয় নিজেকে
 সাজাবো বলে কুড়িয়ে এনেছি বকুল ফুল।
গরবীহাঁসটিও আনমনা একাকী পুকুরঘাটে
পালক ভিজিয়ে যেন অপেক্ষার প্রহর গুনছে।
আমার গোছানো উঠোনে প্রদীপ শিখাটি
নিভে যাওয়ার আগে
যে পথ দিয়েই হোক এসো আজ!

মন্দিরা ঘোষ। কবি। জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহাওয়ায় বেড়ে ওঠা। বাড়িতে অজস্র বই ও পত্রপত্রিকা দেখে বই এবং কবিতার প্রতি আকর্ষণ জন্মে যদিও লেখার জগতে আসা অনেক পরে। অন্তর্মুখী ও প্রচার বিমুখ। পড়াশোনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ