প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
এগুতে এগুতে দেখি
ইচ্ছের বীজতলা
অনাবাদী পড়ে আছে
বয়সী প্রজাপতির কাছে
কিছুই হয়নি জানা
বিহ্বলতার ডানা
ছিড়ে গেছে
ঈগল ভাবনায়
ক্লান্তি আর অবসাদ বেলায়
কিছুই হয়নি বলা
পাহাড় আর পাথরের সাথে চলা
সবই এখন মৃত দুপুর–
যা কিছু বাকি ছিল-
থাক;
ঈগলের ডানায় উড়ে যাক
ইচ্ছের ঘর-দোর
স্মৃতির মায়াবী ভোর
নীলিমায় ঘুরপাক খাক-
ফুটপাতের অনভিজ্ঞ কবি,
জানুক-
যোগাযোগহীন আষাঢ়ে ভেসে গেছে
তোমার অনুবাদহীন বৃষ্টির ছবি
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..