যোগাযোগহীন আষাঢ়

রোমান জাহান
কবিতা
Bengali
যোগাযোগহীন আষাঢ়

এগুতে এগুতে দেখি
ইচ্ছের বীজতলা
অনাবাদী পড়ে আছে
বয়সী প্রজাপতির কাছে
কিছুই হয়নি জানা
বিহ্বলতার ডানা
ছিড়ে গেছে
ঈগল ভাবনায়
ক্লান্তি আর অবসাদ বেলায়
কিছুই হয়নি বলা
পাহাড় আর পাথরের সাথে চলা
সবই এখন মৃত দুপুর–
যা কিছু বাকি ছিল-
থাক;
ঈগলের ডানায় উড়ে যাক
ইচ্ছের ঘর-দোর
স্মৃতির মায়াবী ভোর
নীলিমায় ঘুরপাক খাক-
ফুটপাতের অনভিজ্ঞ কবি,
জানুক-
যোগাযোগহীন আষাঢ়ে ভেসে গেছে
তোমার অনুবাদহীন বৃষ্টির ছবি

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..