প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
গোপন দহন
এখানে রাত্রি জেঁকে বসেছে খুব
এই জনপদে আজকাল রাত্রিরা ভীষণ!
সূর্যোদয় হয় না এখানে আর
থামতেই ভুলে গেছে আহ্নিকগতির বাহন।
এ মহাবিশ্ব যেন প্রত্যাহার করেই নিয়েছে
মঞ্জুরীকৃত আলোর বিকিরণ।
অন্ধবিশ্বাস ধুলো দিয়েছে সূর্যে চোখে,
দিন জুড়ে কালিমাসন্ধ্যার আগ্রাসন।
আলো, সে-তো দীর্ঘশ্বাসের কাহিনী
সহস্র সাল পূর্বের স্মৃতির সাতকাহন।
হাতে হাতে যুদ্ধপূর্ব ইস্তেহার
তবুও যে সবাই গভীর ঘুমে অচেতন।
এখানে নটে গাছ টা মুড়োয় না,
ফুরোয় না এ-জনপদের দারুণ দহন।
রয়ে যাব
হলুদ ঠোঁট তন্মনা শালিকের মতো আমি
এক মুগ্ধ বালিকার হয়ে থেকে যেতে চাই,
রয়ে যেতে চাই এই নগরীর গলিপথে।
আমাকে চেনে যে চাঁদ তার সামনে দাঁড়িয়ে
নিজেকে তুলে দিতে চাই অনন্তেরই হাতে।
কিন্তু এ-জনপদের অতলান্ত দুঃখনদী
দু-হাতে তুলে দেয় আর্তনাদের পাণ্ডুলিপি।
যার প্রতিটি পৃষ্ঠায় শতাব্দীর হাহাকার,
প্রতিটি বর্ণ,শব্দ,পংক্তি, ছেড়ে যাবার মন্ত্র।
আমাকে ছেড়ে যেতে বলে কৃষ্ণচূড়ার প্রেম
প্রবারণা পূর্ণিমায় মেঘনার মায়াজল
আমাকে চলে যেতে বলে স্বেচ্ছায় নির্বাসনে।
নাহ্। ছেড়ে যেতে পারব না কোন অজুহাতে
খুব তৃষ্ণায় রব এ-নগরীর পথে পথে
বুকে চেপে রাখব আর্তনাদের পাণ্ডুলিপি।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..