প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
রাজ্য
তোমার রাজ্যে
ঘুরছি আজও
অন্ধের স্বভাবে;
লোকোত্তর বৃক্ষের নীচে
বিশ্বাস খুঁজে বেড়াই
ভালোলাগার অভাবে।
হয়তো
হয়তো একদিন
বেশ কজনকের বলা যেত
কেনই বা যথারীতি নিম্মজন
সৃষ্টির ভ্যানগগ ক্ষণ কেনই বা
কারণহীন, প্রত্যাখ্যাত!
এখন নিজ ছাড়া
কেউই নেই অন্তর্লোকে
দ্রুত কমে গেছে বন্ধু, ভালোবাসা
তৃষ্ণার্ত জীবন-যাপনের গন্ধ শুকে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..