রাজ্য

রোমান জাহান
কবিতা
Bengali
রাজ্য

রাজ্য

তোমার রাজ্যে
ঘুরছি আজও
অন্ধের স্বভাবে;
লোকোত্তর বৃক্ষের নীচে
বিশ্বাস খুঁজে বেড়াই
ভালোলাগার অভাবে।

 

হয়তো

হয়তো একদিন
বেশ কজনকের বলা যেত
কেনই বা যথারীতি নিম্মজন
সৃষ্টির ভ্যানগগ ক্ষণ কেনই বা
কারণহীন, প্রত্যাখ্যাত!

এখন নিজ ছাড়া
কেউই নেই অন্তর্লোকে
দ্রুত কমে গেছে বন্ধু, ভালোবাসা
তৃষ্ণার্ত জীবন-যাপনের গন্ধ শুকে।

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..