রাত্রিকাব্য

রোমান জাহান
কবিতা
Bengali
রাত্রিকাব্য

রাত্রিকাব্য

কিছুদিন নদী তীরে যাইনি
বুঝিনি
জোছনার স্নান
ভরা পূর্ণিমাতেও ম্রিয়মাণ

মহল্লায়,পথে, পাড়ায়
তন্দ্রাচ্ছন্ন পথ যায়
স্তদ্ধতার তাপে
অন্ধকার কাঁপে
কান্নার কল্লোল
মধ্যরাতের অনল
জলের উপর
দাউ দাউ পোড়ায়
পুরোনো এক শহর
আর তোমার খবর

 

প্রত্মতাত্ত্বিক

বিশ্বাসী বর্ণগুলো এখন
নিবিড় প্রতীক্ষার মতন
ব্যাকুল-দৃষ্টি মেলে চায়
স্মৃতিকাতর চৌরাস্তায়

রৌদ্রময় দিন থেকে
রোদ তুলে নেয়
জোছনার স্তদ্ধতা একে
রাত্রির ছায়া ধরে
গোধূলিকে আগলায়
পিছুটানের প্রহরে-

চারিদকের হু হু অচেনায়
খুঁজে ফেরে অভিমান
প্রত্মতাত্ত্বিক হাওয়ায়

 

দ্বি

তাকে প্রথম যেদিন দেখি
সে সবের কিছুই মনে নাই
সোনালি সময়,মায়াবী কন্ঠস্বর
হাওয়ার জীবন, জোছনার ঘর
সবই চলে গেছে
শবযাত্রার পিছে

দুই
বসন্ত রুমাল নাড়ে
চলে যাওয়ার অভ্যন্তরে
সমাপ্তির কথা ভুলে যেতে চাই
অথচ পিছুটান ঘিরে রাখে পুরোটাই

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..