বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
যমুনা, ডুবে যাই একাকি গহীনের তলে
রাধাতো আরো গভীর দারুণ কৌশলে।
দুই
সে যায় একাকি যমুনায়
সইতে কি পারে জল, বানে ভেসে যায়।
তিন
যমুনা, বর্ষায় শরীর উছলায় যার খুব
ডুবে যেতে মন চায় তাতে অপরূপ।
চার
যমুনা, আরো গভীর হও অতলের তল
সাঁতার জানি না, চাই ডুবে যাওয়া জল।
পাঁচ
হায় রাধা, বাঁধা তুমি অনার্য বাঁধনে
আর্য হৃদয় উন্মুখ অসাধ্য সাধনে…
ছয়
যমুনা মানে যৌবনা রাধা…
একা আমি ঘাটেতেই বাঁধা।
সাত
রাধা, যমুনা অপেক্ষারত ডুবে যেতে
কলসের গহীনে নিজেকে ফিরে পেতে…
আট
যদি ধরে নাও যমুনা তোমার ডুবে যাও
ঘাটে বাঁধা আছে রাধা এবং তাহার নাও
নয়
রাধাতে বাঁধা জীবন, কৃষ্ণেরা দাসানুদাস
রাধারাই প্রেম, রাধারাই করে বিরহের চাষ!
একটা টিকটিকি কুমির বনে যায়
দূরবীনে যখন দুচোখ হারায়…
দুই
প্রজাপতি নিয়ে লিখি অথবা হরিণ
প্রজারা থাক, সাথে নিয়ে রক্তের ঋণ।
তিন
উন্মুক্ত হও বলতেই, পোশাকমুক্ত হলে
পেতে চেয়েছো ভুল শারীরিক কৌশলে।
চার
অশ্রুকে মেশাই জলের গেলাশে
জল সুরা হয়ে উঠে দারুণ উল্লাসে।
পাঁচ
গালিব, সেই তো ডোবালো সে নর্দমায়
গ্লাস ভরে গেলে দেখো তাকেই ক্ষমায়।
ছয়
যমুনা, মনে হলেই ঘোর ডুবে যাই
গোপিনীবল্লভ শুধু রাধাতে হারাই!
সাত
নীরা, সুনীলকে দারুণ ঈর্ষা হয়
ঈর্ষাকেই তবে ভালোবাসা কয়?
চে অযথা আজো মানুষের কথা বলে যায়
কম্যুনিজম এদিকে নিজস্ব শ্লোক হারায়।
দুই
শরীর মানছে না, তবু পথে নামি, নামতে হয় বলে,
গ্লাসে গ্লাস ঠুকে কেউ বলে, করেছো ভুল কৌশলে!
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..