রান্নাঘর

বল্লরী সেন
ধারামুক্ত কবিতা
Bengali
রান্নাঘর

এখন রান্নাঘর সমস্ত দেখতে পায়।

তার লুকোনো রঙের জানলায় জজমানি করে, গভীর দুপুরের ঠা ঠা কাঁসার বাসন বোঝে অবেলায় মূক কোনো চোখের লবণ, নীরব অক্ষরে লেখা থাকে শেষ কালো কলম স্তবক। বাটি আর থালার কানায় কেউ কেউ উনান মুছিয়ে ফিরে যায়।

 

দুই.

কাটা ঘায়ে নুন ছিটে লাগে।

কড়াই ধরে যায়, হুঁশ নেই তার
পৃথিবীর বেদনার পাক দিতে দিতে একদিন
তোমায় দেখি , কানে যেন অশ্রুছাপ বুনে ফু দিয়ে ডানা
উড়ে যায়

এই নাও পরিযায়ী শাপ, সংসারের নীড়টুকু ভাঙো।

 

তিন.

মারো। আরো যত পারো জাদু ঘষে আমাকে সাজাও

বিনা দোষে নিষেধ তৈরী করো, বিনা দোষে শাস্তি দাও

দূর করে দাও এ জীবন, যাবজ্জীবন সাজা দিও তার।

বল্লরী সেন। গবেষক, কবি। প্রকাশিত বই বাংলায় ৫ টি ইংরেজি ২ টি। 'বিহান রাতের বন্দিশ' কাব্যগ্রন্থের জন্য ২০১০ এ কৃত্তিবাস পুরস্কার পেয়েছেন। ২০১২ থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা ভাষার নানা গবেষণায় যুক্ত। 'নারী বীক্ষায় পুরুষের কবিতা' তাঁর সাম্প্রতিক গবেষণা গ্রন্থ।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ