বাংলা
( কোরাস ) বাংলা আমার গর্ব আমার বাংলা আমার ভাবের দেশ বাংলা আমার মাতৃভাষা, বাংলা…..
এখন রান্নাঘর সমস্ত দেখতে পায়।
তার লুকোনো রঙের জানলায় জজমানি করে, গভীর দুপুরের ঠা ঠা কাঁসার বাসন বোঝে অবেলায় মূক কোনো চোখের লবণ, নীরব অক্ষরে লেখা থাকে শেষ কালো কলম স্তবক। বাটি আর থালার কানায় কেউ কেউ উনান মুছিয়ে ফিরে যায়।
কাটা ঘায়ে নুন ছিটে লাগে।
কড়াই ধরে যায়, হুঁশ নেই তার
পৃথিবীর বেদনার পাক দিতে দিতে একদিন
তোমায় দেখি , কানে যেন অশ্রুছাপ বুনে ফু দিয়ে ডানা
উড়ে যায়
এই নাও পরিযায়ী শাপ, সংসারের নীড়টুকু ভাঙো।
মারো। আরো যত পারো জাদু ঘষে আমাকে সাজাও
বিনা দোষে নিষেধ তৈরী করো, বিনা দোষে শাস্তি দাও
দূর করে দাও এ জীবন, যাবজ্জীবন সাজা দিও তার।
( কোরাস ) বাংলা আমার গর্ব আমার বাংলা আমার ভাবের দেশ বাংলা আমার মাতৃভাষা, বাংলা…..
এমন বৃষ্টির দিনে যে ছবি আঁকে নদীজল এমন বৃষ্টির দিনে স্মৃতিকে জড়িয়ে ধরি, পোশাকে তুমি।…..
ঝরাপাতা তোমার চলে যাওয়া আমাকে ব্যথিত করে না, ঝরাপাতাদের নিঃশব্দ আর্তনাদে রয়ে গেছে তোমার উপস্থিতি।…..
১. বেকার জীবন মেয়েটা আজ আট-আটটি বচ্ছর বেকার! গতকালের ইউরিন টেস্ট রিপোর্ট পজিটিভ… ২. স্বপ্ন…..