প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
রতিদিন ডাকবাক্স থেকে মানুষের চিঠি লুকিয়ে ফেলে ৷
আর সন্ধ্যাবেলা তার গোয়েবেলসরা দার্শনিক হয়ে ওঠে –
সত্য একটা আপেক্ষিক বিষয়; অতএব যে সত্য বলে,
সে একজন মিথ্যুক ৷ বরং মিথ্যুকের সত্যবাদী হওয়ার ভীষণ সম্ভাবনা ৷
এবং নৈশভোজে রাষ্ট্র আমাকে অভিশাপ দিতে থাকে –
জুডাস, সে যেন তিনপুরুষ ধরে অন্ধ হয়ে যায়
কিংবা তার চোখ দুটি নিয়ে আসো; মার্বেল খেলি ৷
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..