আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
রতিদিন ডাকবাক্স থেকে মানুষের চিঠি লুকিয়ে ফেলে ৷
আর সন্ধ্যাবেলা তার গোয়েবেলসরা দার্শনিক হয়ে ওঠে –
সত্য একটা আপেক্ষিক বিষয়; অতএব যে সত্য বলে,
সে একজন মিথ্যুক ৷ বরং মিথ্যুকের সত্যবাদী হওয়ার ভীষণ সম্ভাবনা ৷
এবং নৈশভোজে রাষ্ট্র আমাকে অভিশাপ দিতে থাকে –
জুডাস, সে যেন তিনপুরুষ ধরে অন্ধ হয়ে যায়
কিংবা তার চোখ দুটি নিয়ে আসো; মার্বেল খেলি ৷
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..