শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
রতিদিন ডাকবাক্স থেকে মানুষের চিঠি লুকিয়ে ফেলে ৷
আর সন্ধ্যাবেলা তার গোয়েবেলসরা দার্শনিক হয়ে ওঠে –
সত্য একটা আপেক্ষিক বিষয়; অতএব যে সত্য বলে,
সে একজন মিথ্যুক ৷ বরং মিথ্যুকের সত্যবাদী হওয়ার ভীষণ সম্ভাবনা ৷
এবং নৈশভোজে রাষ্ট্র আমাকে অভিশাপ দিতে থাকে –
জুডাস, সে যেন তিনপুরুষ ধরে অন্ধ হয়ে যায়
কিংবা তার চোখ দুটি নিয়ে আসো; মার্বেল খেলি ৷
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..