রাষ্ট্র

কাশেম নবী
কবিতা
রাষ্ট্র

রতিদিন ডাকবাক্স থেকে মানুষের চিঠি লুকিয়ে ফেলে ৷
আর সন্ধ্যাবেলা তার গোয়েবেলসরা দার্শনিক হয়ে ওঠে –
সত্য একটা আপেক্ষিক বিষয়; অতএব যে সত্য বলে,
সে একজন মিথ্যুক ৷ বরং মিথ্যুকের সত্যবাদী হওয়ার ভীষণ সম্ভাবনা ৷
এবং নৈশভোজে রাষ্ট্র আমাকে অভিশাপ দিতে থাকে –
জুডাস, সে যেন তিনপুরুষ ধরে অন্ধ হয়ে যায়
কিংবা তার চোখ দুটি নিয়ে আসো; মার্বেল খেলি ৷

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..