রাহেবুলের গুচ্ছ কবিতা

রাহেবুল
কবিতা
Bengali
রাহেবুলের গুচ্ছ কবিতা

কাউয়াক্যাচাল

তাহার মরদেহ নিখোঁজ। খোঁজ খোঁজ। বেপাত্তা ভবি। হিসেবে ভালো তো লাপাত্তাই।
নইলে তোমাকে নিয়ে, মিন্স তোমার মুর্দা নিয়ে। কতই মিছিল বনধ্‌ পতাকাসমাবেশ।

।। পোজ ।।

।। কাঁটাচামচ ।।

গলায় আটকে যেতেছে আমার আঙুল, আর আঙুলে বমি।

তারচে তোমার আঁকা কাক, একদিন বেখেয়ালে আঁকা, উড়ুক টাকমাথার ওপর লম্বা লম্বা পা মেলে

এইসব রাত্র, হোক খুন। বা খুনী। নখের আঁচড়ে। নখের আঁচড়ে

।। আমার ।।

।। পজ ।।

।। সফেননৌকো ।।

ঢ্যাপলাদিঘীতে গা ধুয়ে চন্দ্রাবলী উড়ে যাইতেছে, উলঙ্গ।

ত্বাদৃশ পাবলিক প্লেসে ঘরেলু কুয়াশা; নামে। কিম্বা নামিছে।

কিছু কিছুর

কিছু আদর আলনায় ঝুল।
কিছু চিমটি। বা হয়তো চুম্বন। নিশুতি, আর নষ্টা।
সার সার। সারি বাঁধা। কিছু পিঁপড়ে নয় …
কিছু গন্ধে বারুদে গন্ধ …

সইসরণি…

১. ক্রিমিচক্র

শুরু বলিয়া কিছু ছিলনা তো। আর নেইও।
অবধারণ করি তার শেষও নেই যেমন।
মাইরি এতটুকুন লয়েই আমি তবু খুশ।
ভ্যারা দাঁতের ঝলক এক ভাবছি তোর; ভাবছি।

২. ফ্যামিলি প্ল্যান

সুপ্রিয় পানিজাহাজ জলের তলায় তোর ফ্যামিলি প্ল্যান

৩. নখেখত

তুইআমি ড্রোনের আলতায় রাঙালে হামেশাই কী দারুণ ..

৪. ঘড়িয়াল

একজনাতেই সেই শীৎ সদা। কেমন যেন, নয়।
কতক চামচিকা ডানায় মাপে হা হা, কার?
হেব্বি মানান সই একবারটি গায়েহলদে, তোরই।
জ্বরে ছুঁইছে স্যালাইনের সোহাগ, অবশ্য তারও অধিকে।

পীড়া খেয়ে নিলেনা দু’জনায়। ঘড়িয়ালের সাঁতার ডাগর কাচঘরে; এ সকল দেখলুম।

 

জুম ইন

দরদিয়া অত দূরান্তর …
আর মাঝখানটা। জুড়ে জুড়ে ধু ধু।
জুম ইনঃ
বরোইয়ের থিকথিক কাঁটাঝোপ।
পুনঃপুনঃ ঝুলছে মদীয় ময়লাটে মুর্দাটি
তাহাতে স্পর্শ পেলে সেলফি
মনোমুগ্ধ কার হয়?

জুম আউট

১. রসিকরাধা = রসিককালা।
২. মোড়ল। মোড়লের হস্তে আসমানি কিতাব।
৩. ইত্যাকার ইত্যাদি।

স্টিল ফটোগ্রাফ

।। ধূ ধূ জুড়ে জুড়ে বারকোড ।। বারকোড খুললে রাঙানি ।।

রাহেবুল। কবি। জন্ম- ১৯৮৯ খ্রিস্টাব্দ, ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। লেখালেখি শুরু দ্বিতীয় দশক থেকে। মূলত কবিতার পরীক্ষানিরীক্ষা, বিকল্প ধারার লেখালেখি নিয়ে ঘরসংসার। আবহমান বাংলা কবিতা ও বিকল্প ধারাগুলি আত্মীয়করণে নিয়ত নূতন। ইবলিশ নামের ছোট পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত। প্রকাশিতব্য প্রথম বই-...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..