রূপালী গিটার

শাহানাজ ইয়াসমিন
কবিতা
Bengali
রূপালী গিটার

রূপালী গিটার

গিটারগুলো আর তুলবেনা সুর তুমি বিনে
তারা আজ বড় অভিমানি স্পর্শ না পেয়ে তোমার হাতের!
কথারা আর বলেনা কথা পথপানে চেয়ে
তারা আজ বোবা কান্নার ইতিহাস লিখে শুধু শুন্যতা পেয়ে!
নীরব অন্ধকার ছেঁয়ে ফেলেছে যে দুয়ার
সেখানে ব্যাথাভরা সুরেরা নিভু নিভু প্রদীপ হাতে দাঁড়িয়ে!
অপেক্ষার পর অপেক্ষায় তারা প্রহর গুনে
এই বুঝি এলো তাল লয় আর ঝঙ্কার তুলে রূপালী গিটারে!
সুরের মূর্ছনায় সতেজ হবে ব্যাথাভরা সুর
অন্ধকার সরিয়ে চারিদিকে শুধু আলোয় করে দেবে ভরপুর!
কফিনে যেমন শুয়ে থাকে অসহায় লাশ
তুমি বিনে তেমনটি রয়েছে তোমার বাক্সবন্দী সমস্ত গিটার!
তোমার স্মৃতি নিয়ে তারা আজ বড়ই কাতর
আর কখনও যে ওদের নিয়ে তুলবেনা সুর করবে না আদর!

যাক না

যে ছেড়ে যাবে যাক না
রেখে যাবে কিছু স্মৃতি
কেটে যাবে কিছু সময়
চলে আসায় অনুভূতি!
নদীর জল শুকিয়ে কি শুধুই চর ফেলে?
নানা সে মৃত্তিকায় ভালো ফসলও ফলে!
যে চলে যাবে যাক না
ছেড়ে দাও মুক্ত করে
উড়ুক না ডানা মেলে
বাচুক সে আপন মনে!
বেঁধে রেখে মন বোঝা যায় কী কখনো?
ছেড়ে দিয়ে অপেক্ষা করো আপন মনে!
যে চলে যাবে যাক না
করতে দাও যতো কিছু
সুযোগ দাও অনুতপ্তের
শুধরে নিতে সব ভুলের

 

পারিনা

কী যেন বলতে চাই
বলতে পারি না!
কী যেনো লিখতে চাই
লিখতে পারি না!
তাকিয়ে দেখি
শুন্যতার মাঝে নিঃসঙ্গ পূর্ণতা!
কী যেন ভাবি
এলোমেলো সম্পুর্ণ অগোছালো।
প্রশ্ন করলে
উত্তরে কোনো উত্তর পাইনা!
কী যেন দেখি
অস্পষ্ট অনভূতির কিছু লেখা
পড়তে গিয়েও
পড়তে পারিনা শুধুই ঝাঁপসা!
কী যেন গোছাতে চাই
গোছাতে গিয়েও গুছাতে পারিনা!
কী যেন আঁকতে চাই
অনুভূতিরা এত বেশী ভীড় করে
শেষে আর নিখুত আঁকতে পারিনা!

আমি এখন কেমন যেন!

আমি এখন কেমন যেন!
টিএসসি চত্বরে কাঁচের চুড়ি কিনিনা
কারো ফোনের জন্য অপেক্ষা করিনা
কারো ওপর অভিমান করে থাকিনা!
শুধু রাত জেগে রবীন্দ্রসঙ্গীত শুনি!

আমি এখন কেমন যেন!
বাচ্চামি করিনা কোনো বায়না ধরিনা
দুষ্টামি করিনা ছোটদের সাথে খেলিনা
স্বপ্ন দেখিনা গান গাইনা ঘুরতে যাইনা
শুধু নিজের সাথে নিজেই কথা বলি!

আমি এখন কেমন যেন!
ভোরের সূর্য দেখিনা কুয়াশা দেখিনা
সকালে শিশিরভেজা দূর্বাঘাস দেখিনা
সবুজপাতা ছুঁয়ে দেখিনা ঘ্রাণ নিইনা!
প্রকৃতিকে আগের মত বন্ধু ভাবিনা!

আমি এখন কেমন যেন!
নিরবে দাঁড়িয়ে গোধুলি দেখি না
ঘরেফেরা পাখির কলতান শুনিনা
মাঝরাতে চাঁদের আলো দেখিনা
নিঝুম রাতে নিঃশ্চুপ বৃষ্টি দেখিনা!

আমি এখন কেমন যেন!
গভীর রাতে অন্ধকারের সৌন্দর্য দেখি
নিজের সাথে বিড়বিড়িয়ে কথা বলি
ফেলে আসা স্মৃতিগুলোকে ফিরে দেখি
আর সযত্নে মনের সিন্দুকে ভরে রাখি!
আমি এখন কেমন যেন!

শাহানাজ ইয়াসমিন। লেখক। জন্ম বাংলাদেশের রংপুর জেলায়, পেশাগত সূত্রে ঢাকায় বাস। তিনি অংশুমালী'র বাংলাদেশ চ্যাপ্টারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকাশিত বই: 'গহিনের প্রেম' (কাব্যগ্রন্থ, ২০১৭),  'মেঘলা আকাশ' (উপন্যাস, ২০১৮), 'সমুদ্রের তরি' (উপন্যাস, ২০১৯), 'ভালোবাসা ছুঁয়ে গেলে' (উপন্যাস, ২০২০)।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..