আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
কোনোদিন কেউ হেরে যায় আর
কোনোদিন কেউ জেতে,
একদিন আমি হেরে যাই খুব
শুয়ে থাকি বুক পেতে।
কোনোদিন কেউ কুম্ভকর্ণ
কোনোদিন কেউ জেগে,
একদিন আমি বিনিদ্র থাকি
অতৃপ্ত উদ্বেগে।
কোনোদিন কেউ মরে যায় আর
কোনোদিন বেঁচে ওঠে,
একদিন আমি বেঁচে থাকি আর
মরে যাই সংকটে।
কোনোদিন কেউ নিরুদ্দিষ্ট
একদিন ফিরে আসে,
কোনোদিন আমি সন্তর্পণে
মুখ ঢাকি সন্ত্রাসে।
কোনোদিন কেউ ভেঙে ফেলে ঘর
এলোমেলো পায়ে ফিরি,
একদিন আমি অনুশোচনায়
অনন্ত হারিকিরি।
কোনোদিন কেউ ডিডেলাস হয়
কেউ পিতা ইকারুস,
একদিন আমি কিং সোলোমন
একদিন ইউনুস।
যতক্ষণ না আমাতে যুক্ত হও
প্রবহমান পদ্মা পলির উর্বর
আমি হয়ে উঠবো না
সুন্দরবন যতক্ষণ না অঙ্কুরিত হয়
আমার বাহুর দৈর্ঘ্যে
মিলিত না হয় অস্থিতে কোনো ডোরাকাটা
আক্রমণ না করে শাণিত স্বপ্নে
আমি হয়ে উঠবো না
বঙ্গোপসাগর বিলি না কাটে দৃষ্টিতে
বুনে দেয় অসীমের স্পন্দন
আমাকে ছাড়বে না বিস্মরণ
সাকা হাফং থেকে চুইয়ে না পড়ে
আকাশের চূড়া
বসন্তের বিকেল উড়ে এসে না বসে
আমার মাথায়
যতক্ষণ না প্রতিষ্ঠা পায় সবুজের প্রাণ
আমার তৃষ্ণায়
আমি হয়ে উঠবো না
এমন দু:সহ সময়ের অধিবাসী আমরা
জ্বলন্ত নি:সঙ্গতা নিত্যসঙ্গী
নেশাগ্রস্থ নগর গভীর রাতোব্দি কাঁদে
ফুঁপিয়ে -ফুঁপিয়ে
আয়না যুদ্ধ করে মুখের সঙ্গে
বাতাস অবিশ্বাস করে
মানুষের ফুসফুসকে
কত প্রচীন নগরের ধুলো
ইতিহাসের শব্দ হয়ে ওঠে
এখানে থাকলেও আমরা বাস করি
অন্য এক শহরে
যেখানে প্রজাপতির বয়স বাড়ে না
ধান না বুনেও ফসল পায় কৃযক
ঝিনুক ছাড়াই ফলে ওঠে মুক্ত
আগুনের ভষ্ম থেকে বেরিয়ে আসে প্রিয় পাখি
মেঘ হয়ে যায় মসলিন
সূচের ছিদ্রপথে পার হয়ে যায় হাতি
চাঁদ প্রশংসা করে সমুদ্রের
আর বাতাসের বিচার করেন রাজা সোলেমান
যদি আবার জন্মাই
ভালোবেসে বৃক্ষ হবো-পাতার বিনয়
ঘাস হবো নিরন্তর-পায়ের আশ্রয়
ভালোবেসে বাতাসের বেগ হবো
চুলের আকাশে বিদ্যুৎ
বিরহে পাথর হবো প্রাগৈতিহাসিক
সমুদ্র উজাড় করে-
অমৃত রাখবো পায়ে চাওয়ার অধিক
বৃষ্টি হয়ে ধুয়ে দেবো বিষ
মানুষ হয়ে জন্মালে আবার
একেঁ দিও কপালে উষ্ণীষ
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..