রেপ

স্বপন রায়
কবিতা
Bengali
রেপ

রেপ-১

নাকোলাহলের রাত, রাত পথতোলা অকিঞ্চিৎকর মেয়েদের ব্যবহারজনিত, রাত বাসখোর এক রডের ডগায় মেয়েদের মেয়ে বলে গেঁথে দেওয়া

পরে রাতকলি গাইতে হবে না?

আরো পরে,যে হাসতে হাসতে যাবে আর কাঁদতে কাঁদতে ফিরবে না তার বাবার নাম স্বপন স্বপন বাসের দিকে তাকিয়ে থাকে

পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে,পুলিশ ছুটে যায়, তেরি মা কি..
বাবা স্বপন আর কী করবে
কী করবে পৌরুষ নিয়ে..

রেপ-২

সব পার্টি অফিস সব খবরের কাগজ সব টি.ভি চ্যানেল, সব বাজার, সব সরকার
নমিত

কীভাবে করেছিলো…রড…মোমবাতি…বোতল…আপনি মা, বলুন

মা, নমিত

পুলিশ থাপ্পড় মারে, সরকার রেগে যায়, কবি কবিতা পড়ে
রক্ত বন্ধ হবে
সেলাই পড়বে, আর দাগ থাকবে, ছোট্ট ভয়ঙ্কর একটা দাগ

নমিত না অর্ধনমিত একটা দেশ, শুধু পুরুষ বেঁচে থাকে, মেয়েরা বেঁচে যায়..

স্বপন রায়। কবি। জন্ম ১৯৫৬। ভারতের দুটো ইস্পাতনগরী জামশেদপুর এবং রাউরকেলা স্বপন রায়ের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। প্রথমটি জন্মসূত্রে। দ্বিতীয়টি বড় হয়ে ওঠার সূত্রে। নব্বই দশকের শুরুতে 'নতুন কবিতা'র ভাবনায় সক্রিয় হয়ে ওঠেন। পুরনো, প্রতিষ্ঠিত ধারাকবিতা ত্যাগ করে কবিতাকে নানাভাবে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..