বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
নাকোলাহলের রাত, রাত পথতোলা অকিঞ্চিৎকর মেয়েদের ব্যবহারজনিত, রাত বাসখোর এক রডের ডগায় মেয়েদের মেয়ে বলে গেঁথে দেওয়া
পরে রাতকলি গাইতে হবে না?
আরো পরে,যে হাসতে হাসতে যাবে আর কাঁদতে কাঁদতে ফিরবে না তার বাবার নাম স্বপন স্বপন বাসের দিকে তাকিয়ে থাকে
পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে,পুলিশ ছুটে যায়, তেরি মা কি..
বাবা স্বপন আর কী করবে
কী করবে পৌরুষ নিয়ে..
সব পার্টি অফিস সব খবরের কাগজ সব টি.ভি চ্যানেল, সব বাজার, সব সরকার
নমিত
কীভাবে করেছিলো…রড…মোমবাতি…বোতল…আপনি মা, বলুন
মা, নমিত
পুলিশ থাপ্পড় মারে, সরকার রেগে যায়, কবি কবিতা পড়ে
রক্ত বন্ধ হবে
সেলাই পড়বে, আর দাগ থাকবে, ছোট্ট ভয়ঙ্কর একটা দাগ
নমিত না অর্ধনমিত একটা দেশ, শুধু পুরুষ বেঁচে থাকে, মেয়েরা বেঁচে যায়..
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..