লজ্জাবতী লতা

আরণ্যক টিটো
কবিতা
Bengali
লজ্জাবতী লতা

ঝুলন

যতই ঝুলন খেল তুমি, আমি ঝুলছি না …
ঝুলবারান্দায়…
যতই ফুটুক নন্দন কানন …
আকাশলীনায়
ঝুলছে … ঝুলুক … ঝুলন পূর্ণিমা …
ঝো-লা-ঝু-লি
ঝুলন ঝুলন খেলায় … মেলায় … ঝুলন্ত উদ্যানে …
পাবে না ভুবন…
কৃষ্ণরাধা
খেলছে … খেলুক … ঝুলন যাত্রায় …
ঝো-লা-ঝু-লি …
ঝুলন ঝুলন খেলা …
শেষে
কালিঝুলিমাখা সংসারে
ঝুলাবে আমাকে … তা … হবে না …
য-ত-ই
ঝুলন খেল, ঝুলন্ত পার্লামেণ্টে … আমি ঝুলছি না …

 

লজ্জাবতী লতা

লজ্জাবতী লতা।
ব্যালকনীর গ্রীলটাকে পেঁচিয়ে রেখেছে ফুলেল সৌন্দর্য্যে! …
একটুও লজ্জা পাচ্ছে না! …
কেবলই
আলতো ছোঁয়ায় বাঁধ, ছুঁলেই নুইয়ে পড়ে, থ-র-থ-র! …
লজ্জাবতী লতা
দুলছে বাতাসে,
কাঁ-পা-কাঁ-পা শরীরের সুষমায়
ভাঙে আড়মোড়া,
সবুজ শরীরে মাখে ভোরের রোদ্দুর …
এ-ক-টু-ও
লজ্জা পাচ্ছে না! …
কেবলই
আলতো ছোঁয়ায় বাঁধ, ছুঁলেই নুইয়ে পড়ে, থ-র-থ-র! …
ভাবখানা এমন—
যেন
সন্মুখে পড়েছে, আহা রে মরণ!

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ