প্রেমিক
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
সেরা সৃষ্টি মানবজাতি
পুরুষ এবং নারী
পারস্পরিক পোশাক হেন
একাত্নতা তারই।
নারী – পুরুষ মিলেই এই
আলো সভ্যতার
দু’য়ের শ্রদ্ধা ভালোবাসায়
প্রগতি দুর্বার!
কিন্তু যদি মানুষরূপী
পশুর হাতে নারী
লাঞ্চিতা হয়, বঞ্চিতা হয়
কেমনে সইতে পারি?
সেই মা বোনের কী অপমান
আজকে পথে ঘাটে?
ডুকরে কাঁদে মানবতা
বুকটা তাদের ফাটে।
মূল্যবোধের সমন্নতি
করুণ কালের দাবি
সভ্য সমাজ কায়েম হবে
স্বপ্ন সুখের চাবি।
আকাশ ভেঙে
বৃষ্টি নামে
বর্ষাকালে
টাপুর টুপুর
বাজনা বাজে
টিনের চালে।
কদম ফুলের
মিষ্টি হাসি
শিশুর গালে
নতুন পানির
মাছের খেলা
জেলের জালে।
পাতি হাঁসে
সাঁতার কাটে
পুকুর-খালে
খুকুমণির
দিন কেটে যায়
হাওয়ার তালে।
হাওয়ার তালে
হাওয়ার তালে।
পঁচিশ বোশেখ জন্মে ছিলেন
জোড়াসাঁকো বাড়ি
গান-কবিতায় রবীন্দ্রনাথ
বিশ্ব দিলেন পাড়ি।
মায়ের কথা মাটির কথা
মিষ্টি মধুর লেখা
পাখ-পাখালির কাকলিতে
অনুভবের দেখা।
ছড়িয়ে পড়ে বিশ্বে সুনাম
গীতাঞ্জলির কবি
তের সালে নোবেল পেলেন
বাংলা ভাষার রবি।
ভাষার পাশে চারুকলা-
আঁকেন হরেক ছবি
বাংলা ভাষার বিশ্বজয়ে
মোদের বিশ্বকবি।
সবার নিয়ম – নীতি আছে
এ জগত সংসারে
চারিদিকে নানান কিছু
মানুষের দরকারে।
কর্ম করেন ভেবেচিন্তে
বিশ্বে সকলজনে
ভালো-মন্দ কোনটা সঠিক
ভাবি মনে মনে।
প্রতিভাকে করতে প্রকাশ
সারাটা দিন খাটি
আমায় যেন রাখে মনে
এই যে সতেজ মাটি।
সবার কাছে একটি কথা
বলে যেতে চাই
লিখে লিখে
বলে বলে
দাগ-টা রেখে যাই।
বছর ঘুরে রোজার শেষে
এলো আবার ঈদ
সেই খুশিতে ছেলে-মেয়ের
নেইতো চোখে নিদ।
কেনা কাটার বায়না সবার
বাবার পকেট মরা
খোকাখুকু সব বোঝে না
ব্যবসাপাতির খরা।
নতুন জামা দিতে হবে
লাগবে দামী স্যুট
শাড়ি-চুড়ি ছাড়াও আছে
পায়ে পরার বুট।
পয়সাকড়ি নেইতো হাতে
কেমনে রাখি মান
এই সমস্যা দূর করে দাও
আল্লাহ্ মেহেরবান।
অথইজলের
পদ্মা নদী
ইলিশ মাছের খেলা
এপার-ওপার
জেলের জালে
নানান মাছের মেলা।
উঠতো জালে
চিতল-কাতল
ফুটতো মুখে হাসি
সব জেলেরা
সুখে দুঃখে
থাকতো পাশাপাশি।
রুপালী মাছ
ঝাঁকে ঝাঁকে
উঠুক রাশি রাশি
মাছের রাজা
ইলিশ সবাই
খেতে ভালোবাসি।
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..
স্মৃতি চাঁদের আজ দুঃখ পাবার কিছু নেই ! সবুজ পৃথিবীতে আজকের এই বিকেলে আকাশে উড়ে…..
দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..