লিমেরিক (প্রথম কলি)

বেনজীন খান
কবিতা
Bengali
লিমেরিক (প্রথম কলি)

লিমেরিক (প্রথম কলি)

১.

বিজ্ঞান বলে, ঈশ্বর নেই অাছে তবে শক্তি।
ধর্ম বলে, ঈশ্বর পাবে থাকে যদি ভক্তি!
বাগবিতণ্ডা যতই কর
দ্বন্দ্ব ফ্যাসাদে যতই মজ
লড়াই করে, ঝরাও ঘাম, পাবেনা কিন্তু মুক্তি।

২.

‘কোরান’ পড়ে হাফেজ হও যত,
‘ক্যাপিটাল’ বুঝে পণ্ডিত হও তত;
কাজ ছাড়া পরিবর্তন
লড়াই বাদে অর্জন
মুছবে না সমাজের জগদ্দল ক্ষত!

৩.

জীবনের বিনিময়ে সেবা দেব তোমাদের
ঢাকঢোল বাজিয়ে অনুগত হও অামাদের।
হুমড়ি খেয়ে পতঙ্গ
লাফ দেয় সেখানে
শেষতক দেখা যায় নেতা কিন্তু তাহাদের!

৪.

অাছে ছন্দ, অন্ত্যমিল তবুও ভিন্ন পদ্য, ছড়া।
হাইকু, লিমেরিক ভিন্ন হয়, যদিও সহজ, পড়া।
ছন্দ, তাল, পঙক্তি , থাক
ভক্তি, মন, যুক্তি, যাক
চটুল, পাঁচ, থাকতে হবে অাদেশ অাছে, কড়া।

৫.

মেঘ দিয়েছে ডাক,তাই না শুনে চ্যাং,ব্যাং,খলসে দিচ্ছে লাফ
সাপ দিয়েছে হাক,পাগল হয়ে ঝিয়া,পুটি সেও দিচ্ছে ঝাপ
রয়না, মায়া, পাবদা সবাই
একটু ভেবে, দেখে অাগায়,
সুযোগ বুঝে,শোল,ধেড়ে খাচ্ছে টপাটপ; চিতল! সেও করেনি মাফ।

৬.

রবিদা, এক বিশাল নেতা, যোগ্যতা তার পিতা
জ্ঞান বিদ্যে লাগেনা তার, সাথে অাছে জনতা।
বাবার দোকানে এম.ডি রবিদা
ডক্টরেট ডিগ্রীধারী কর্মচারী বড়দা,
অবশেষে জনরোষে, পটল তুললো রবি নেতা!

৭.

রাজনীতিবিদ মস্ত তিনি কিছু অাছে দুর্নাম
দাড়িগোঁফ কাটেননি তাই অাছে একটু সুনাম
সারাদিন চাঁদা তোলেন
দল ভাঙ্গিয়ে খান।
দিনকাল বদল হলে করেন দলের বদনাম।

৮.

জো অাসলে কৃষক নাচে, ভোট অাসলে নেতা
মাঠে কৃষক বীজ অানে, টাকা ছাড়ে নেতা
লোভে ছোটে পাখপাখালি
লুম্পেন অার ভিখারি,
ঠকে, ঠেকে বুঝে নেবে, বঞ্চিত সব জনতা।

৯.

ধর্ম নিয়ে বাড়াবাড়ি অার মতবাদ নিয়ে মাতামাতি
চেতনা নিয়ে রাজনীতি অার ক্ষুধা নিয়ে ছলচাতুরী
দরিদ্রদের ঐক্যজোটে
যন্ত্রণাময় বেত্রাঘাতে
ছুটে যাবে জেদাজেদি, ছলচাতুরী অার ভণ্ডামি

 

১০.

রবি দাদা ব্যবসা করে রাজনীতি তার পণ্য
করিম মিয়াও ধর্ম বেচে জোগাড় করে অন্ন
নীতি টিতির ধার ধারে না
কাজ কাম কিছু করে না
অাবার তারাই না কি অনিবার্য মানুষের জন্য।

বেনজীন খান। দার্শনিক, লেখক ও প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা। জন্ম ৯ ডিসেম্বর ১৯৬৬, বাংলাদেশের যশোরে। লেখাপড়া করেছেন 'ইসলামের ইতিহাস ও সভ্যতা'য় স্নাতকোত্তর। তিনি মূলত রাজনীতিক। রাজনৈতিক দায়িত্ব পালন করেন তুলনামূলক ধর্মতত্ত্ব, ইতিহাস, দর্শন ও সাহিত্যচর্চার মাধ্যমে। তাঁর প্রিয় সৃষ্টি ‘প্রাচ্যসংঘ্য’ বহুমাত্রিক জ্ঞানচর্চাকেন্দ্র।...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..