দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
শঙখচিল
অসীম নীলাভ শূন্যতায়
নির্ভার মেঘপুঞ্জের মত
উড়ছে শঙখচিল,
শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার মালা
নানান বিন্যাসে,
যেন একান্ত অর্থহীন
অথচ প্রচণ্ড অর্থময় জাগতিক ও দৈহিক
প্রয়োজনে।
উড়ন্ত ডানায় যেন
ছন্দিত ঘূর্ণির মত রেখায় রেখায়
ঘাগরার চঞ্চল ঘূর্ণন,
সমুদ্রোচ্ছাস যেন তার নিঃশব্দ
প্রতিটি গতির সঞ্চরণে-
চোখের দৃষ্টিতে কিন্তু
সুতীব্র শাণিত তীরের মত
স্থির লক্ষ্য বহুদূর নিচে,
জঙ্গল খাল বিল গর্তের আনাচে কানাচে
হিংস্র শ্বাপদের মত,
চঞ্চুতে সঞ্চয় করে
তীক্ষ্ণ ক্ষুরধার অশনির ক্ষিপ্রতা
খুঁজে ফেরে কোন
ইঁদুর শশক ব্যাঙ কিংবা মৃত জন্তুর দেহাবশেষ,
একান্তই দৈহিক প্রয়োজনে–
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..