প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
শঙখচিল
অসীম নীলাভ শূন্যতায়
নির্ভার মেঘপুঞ্জের মত
উড়ছে শঙখচিল,
শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার মালা
নানান বিন্যাসে,
যেন একান্ত অর্থহীন
অথচ প্রচণ্ড অর্থময় জাগতিক ও দৈহিক
প্রয়োজনে।
উড়ন্ত ডানায় যেন
ছন্দিত ঘূর্ণির মত রেখায় রেখায়
ঘাগরার চঞ্চল ঘূর্ণন,
সমুদ্রোচ্ছাস যেন তার নিঃশব্দ
প্রতিটি গতির সঞ্চরণে-
চোখের দৃষ্টিতে কিন্তু
সুতীব্র শাণিত তীরের মত
স্থির লক্ষ্য বহুদূর নিচে,
জঙ্গল খাল বিল গর্তের আনাচে কানাচে
হিংস্র শ্বাপদের মত,
চঞ্চুতে সঞ্চয় করে
তীক্ষ্ণ ক্ষুরধার অশনির ক্ষিপ্রতা
খুঁজে ফেরে কোন
ইঁদুর শশক ব্যাঙ কিংবা মৃত জন্তুর দেহাবশেষ,
একান্তই দৈহিক প্রয়োজনে–
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..