প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
নয়ানজুলিতে পড়ে আছে দোতারাটা
খমকটা দেখ বিহ্বল হতবাক
ছেলেটা হঠাত পাখি হয়ে উড়ে গেছে
হয়তো আকাশ পাঠিয়েছে শেষ ডাক!
ছেলেটাকে খোঁজে ব্যাকুল বাংলাদেশ
ছেলেটাকে খোঁজে লক্ষ লক্ষ লোক
ক্ষোভে রাগে শোকে থরথরো কলকাতা
কে মোছাবে আজ দোতারার ভিজে চোখ?
হঠাত একটা ছুটি পেয়ে ভাবি, ঘরটাকে সাফ করি
জঞ্জাল ফেলে সাজিয়ে গুছিয়ে করে তুলি সুন্দরী।
রোজ রোজ এত জমেছে কাগজ পত্রিকা ভুরি ভুরি
পুরনো বোতল কৌটো প্যাকেট চিঠিও কয়েক ঝুড়ি!
প্রায় সারা বেলা কেটে গেল আজ সে সাফাই অভিযানে
এপাশের র্যাক ওপাশে রেখেছি সোফাটাকে ওই খানে!
ঘেমে নেয়ে গেছি বাছাই করতে জঞ্জাল স্তুপ থেকে
কোনটা কাজের কোনটা অকাজে খুঁজে খুঁজে ছেঁকে ছেঁকে!
পুরনো কৌটো ফেলতে গিয়েও মনে হল ফেলবনা
চিঠি পত্রের মধ্যে পেলাম অনেক লুকোন সোনা!
পত্রিকাগুলো তথ্যে বোঝাই অথচ হয়নি পড়া
বাতিল জামাও মনে হল আজ কত না স্মৃতিতে ভরা!
এভাবেই কত বাড়তি জিনিষ হয়ে ওঠে দরকারি
হেলাফেলা তবু ফেলার সময় কেউ কি ফেলতে পারি?
ছোটনের ব্যাট তিতিনের জামা পলিনের আঁকা ছবি
বড় হয়ে গেছে ওরা, তবু এতে ধরা আছে শৈশবই!
কিছুই তো ফেলা গেলনা আমার, কিছুই যায়না ফেলা
এলোমেলো ঘরে সাজাই গুছোই অনেকেই সারা বেলা।
পুরনো জিনিষে ফিরে ফিরে আসে কত না স্মৃতির জাল
এভাবেই বয়ে নিয়ে যাই সুখে এই সব জঞ্জাল!!
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..