আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
শহর ফিরেছে কাল
শহর ফিরেছে কাল
বিকেলের বাসে;
শহর ফিরেছে কাল
স্মৃতি অবকাশে।
২
শহর ফিরেছে কাল
ফিরেছে বিগত স্মৃতি;
শহর ফিরেছে কাল
ফিরেছে তার উদ্ধৃতি।
৩
শহর ফিরেছে কাল
সাথে নিয়ে গতদিন;
শহর ফিরেছে কাল
মেটাতে সঞ্চিত ঋণ।
নির্বোধের উৎসব
আলোর মুখোশে আঁধার ফিরেছে সেই কবে
অন্ধরাও তা বুঝেছে অনুভবে;
তোমরা বোঝনি সেই অন্ধকার
অন্ধ নও তবে নির্বোধ, নিয়েছো অন্ধের আকার।
তোমাদের বলি শোনো
ফানুসের যে উৎসব, তার মানে নেই কোনো।
রোমের আগুন
নিঃশব্দ ভোর হেঁটে যায়, শিশির আলো
দিনের চোখ তবু আঁধার, হতাশার কালো
হতাশা কিসের প্রশ্ন করো, যদি চাও
প্রশ্নের জালে জড়িয়েছো দেখো তোমরাও
প্রশ্ন করে দেখো, জালটা কার
বানালো এ ভূমিকে কে কারাগার
যার বাইরে তুমি নও, নেই সেও
রোমের আগুন গিলে খাবে তোমাকেও
শূন্যস্থান
শূন্যস্থানের পাশে যে দাঁড়িয়ে থাকে, সে তো আমি নই
একটা শূন্যস্থান তাড়িত করে প্রতিদিন, তাড়িত হই;
কে সে, প্রশ্ন ফিরে আসে উত্তর নেই কোথাও
শূন্যস্থান শূন্য থাকুক অন্যরা ফিরে যাও।
যেতে যেতে বলো, পথে যাকে পাবে
শূন্যস্থান পূরণ হয়নি তার অভাবে।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..