শহর ফিরেছে কাল

কাকন রেজা
কবিতা
Bengali
শহর ফিরেছে কাল

শহর ফিরেছে কাল

শহর ফিরেছে কাল
বিকেলের বাসে;
শহর ফিরেছে কাল
স্মৃতি অবকাশে।

শহর ফিরেছে কাল
ফিরেছে বিগত স্মৃতি;
শহর ফিরেছে কাল
ফিরেছে তার উদ্ধৃতি।

শহর ফিরেছে কাল
সাথে নিয়ে গতদিন;
শহর ফিরেছে কাল
মেটাতে সঞ্চিত ঋণ।

নির্বোধের উৎসব

আলোর মুখোশে আঁধার ফিরেছে সেই কবে
অন্ধরাও তা বুঝেছে অনুভবে;
তোমরা বোঝনি সেই অন্ধকার
অন্ধ নও তবে নির্বোধ, নিয়েছো অন্ধের আকার।

তোমাদের বলি শোনো
ফানুসের যে উৎসব, তার মানে নেই কোনো।

রোমের আগুন

নিঃশব্দ ভোর হেঁটে যায়, শিশির আলো
দিনের চোখ তবু আঁধার, হতাশার কালো

হতাশা কিসের প্রশ্ন করো, যদি চাও
প্রশ্নের জালে জড়িয়েছো দেখো তোমরাও

প্রশ্ন করে দেখো, জালটা কার
বানালো এ ভূমিকে কে কারাগার

যার বাইরে তুমি নও, নেই সেও
রোমের আগুন গিলে খাবে তোমাকেও

শূন্যস্থান

শূন্যস্থানের পাশে যে দাঁড়িয়ে থাকে, সে তো আমি নই
একটা শূন্যস্থান তাড়িত করে প্রতিদিন, তাড়িত হই;
কে সে, প্রশ্ন ফিরে আসে উত্তর নেই কোথাও
শূন্যস্থান শূন্য থাকুক অন্যরা ফিরে যাও।

যেতে যেতে বলো, পথে যাকে পাবে
শূন্যস্থান পূরণ হয়নি তার অভাবে।

 

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..