শহর সিরিজ

পঙ্কজ ঘোষ
কবিতা
Bengali
শহর সিরিজ

(এক)

পাখি উড়তে উড়তে পালক উধাও
হরিণের মৃগণাভি চুরি করে বাঘ
শহর খুন হয় নিয়ত প্রতিদিন
আমরা নিজঘরে পি-পু-ফি-শু খেলি।

(দুই)

পুরোনো গান আর বেজে ওঠেনা
‘চান্নিপাসর রাইত’ আর নেই
কারা যেন অন্ধকার ঢেলে দেয় পথে পথে
ছড়ানো ছিটানো থাকে লাল লাল পালক
আমার পাখিশহরে শিকারি ঢুকে পড়ে।

(তিন)

অন্ধের মতো কারা যেন হেঁটে যায়
আমি চিনতে পারিনা
শবগন্ধ নাকে এসে লাগলে বুঝি
আমি আসলে নো ম্যানস্ ল্যান্ডে দাঁড়ানো
নিঃসঙ্গ এক মৃত মানুষ।

(চার)

আমি দেখি সমস্ত শরীরের কঙ্কাল
দেখি, ধুলোজমা ঝুলপড়া গোটানো সব হাত
কী অদ্ভুত অন্ধ সেজেছে সব চোখ!
চারিদিকে শান্তিসুরে শহর সেজে ওঠে।

(পাঁচ)

কী আশ্চর্যভাবে একেকটি নদী
উধাও হতে থাকে
আর আমাদের নিজস্ব কথারা হারিয়ে যায়
আমরা কেউ পথ চিনে ঘরে ফিরতে পারিনা
দেখি, নতুন গল্পের মতো
শহর বদলে গেছে।

পঙ্কজ ঘোষের জন্ম ১৯৮৮ সালের ২২ শে জুন। শিলিগুড়ি নিবাসী পঙ্কজ পশ্চিমবঙ্গের প্রথম দশকের একজন কবি। 'উত্তরের কবিমন' পত্রিকার একজন সম্পাদক। তার কবিতায় নিসর্গ, প্রেম-অপ্রেম, জটিল জীবনের কাব্যিক বর্ণনায়ন স্থান পায়। স্বল্প কথায় দীর্ঘ পটভূমির বিন্যাস তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য।...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..