বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
(এক)
পাখি উড়তে উড়তে পালক উধাও
হরিণের মৃগণাভি চুরি করে বাঘ
শহর খুন হয় নিয়ত প্রতিদিন
আমরা নিজঘরে পি-পু-ফি-শু খেলি।
(দুই)
পুরোনো গান আর বেজে ওঠেনা
‘চান্নিপাসর রাইত’ আর নেই
কারা যেন অন্ধকার ঢেলে দেয় পথে পথে
ছড়ানো ছিটানো থাকে লাল লাল পালক
আমার পাখিশহরে শিকারি ঢুকে পড়ে।
(তিন)
অন্ধের মতো কারা যেন হেঁটে যায়
আমি চিনতে পারিনা
শবগন্ধ নাকে এসে লাগলে বুঝি
আমি আসলে নো ম্যানস্ ল্যান্ডে দাঁড়ানো
নিঃসঙ্গ এক মৃত মানুষ।
(চার)
আমি দেখি সমস্ত শরীরের কঙ্কাল
দেখি, ধুলোজমা ঝুলপড়া গোটানো সব হাত
কী অদ্ভুত অন্ধ সেজেছে সব চোখ!
চারিদিকে শান্তিসুরে শহর সেজে ওঠে।
(পাঁচ)
কী আশ্চর্যভাবে একেকটি নদী
উধাও হতে থাকে
আর আমাদের নিজস্ব কথারা হারিয়ে যায়
আমরা কেউ পথ চিনে ঘরে ফিরতে পারিনা
দেখি, নতুন গল্পের মতো
শহর বদলে গেছে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..