প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
দেহের আড়াল হতে মুক্তার খোঁজে
যে ডুবুরীর মত ডুব দিতে চেয়েছিল
মনের গহীন জলে,
তুমি অবহেলা ভরে
তাকেই বিদায় দিলে
নানান কথার ছলে।
ঠিকই করেছ তুমি এ কথা জেনে
এক বুক ঘোলা জলে
ঝিনুক নেই কো যেথা
সেথা মুক্তা কোথা?
তার চেয়ে ডুবুরীকে কোনো ছলে
বিদায় জানানো অনেক ভালো —
সে কথা সে না বুঝুক তুমি বুঝেছিলে।
মনের ভিতর হতে রত্নের আশে
সে ঘুরুক যেখানে খুশী এই পৃথিবীতে
তাতে তোমার কী যায় আসে?
[ মঙ্গলবার, ১৯ জুলাই ২০০৫, ৪ শ্রাবণ ১৪১২, আহমদনগর, ঢাকা। ]
যদিও হয়েছে অনেক বেলা
পথের প্রান্ত আর যায় না দেখা,
সীমানার ওপারে যে আকাশ থাকে
তাও এখন মেঘ-অন্তরালে।
গাছের পাতায়, ঘাসের ডগায়
সন্ধ্যা নামে ধীর ছায়া ফেলে,
তবু কি মিলেছে দেখা তার
যে আছে আড়ালে?
অনেক ক্লান্তির পর ঘুম নেমে আসে
বাতাসের হাহাকার ঘুরে চারপাশে।
কে আছে কোথায় বলো এমন সময়
যার কথার সুরে
মধু ঝরে যাবে যেন বুকের ভিতরে
অথবা স্বপন জাগানিয়া কোনো নদীচর
এক ঝাঁক বালিহাঁস বুকে নিয়ে দূরে
অথবা অদূরে হবে সুখের আলয়?
[ মঙ্গলবার, ১৯ জুলাই ২০০৫, ৪ শ্রাবণ ১৪১২, আহমদনগর, ঢাকা। ]
[ অংশুমালীর নোট: শামসুজ্জোহা মানিক কবিতা দু’টি বেশ কয়েকবছর আগে লিখেছিলেন। কবিতার শেষে লেখক কর্তৃক উল্লিখিত তারিখ ও রচনাস্থলের নামোল্লেখ রয়েছে। কবিতা দু’খানি ইতোপূর্বে কোনো মাধ্যমেই প্রকাশিত হয় নি। অংশুমালীতেই প্রথম প্রকাশের জন্য তিনি কবিতা দু’খানি পাঠিয়েছেন। ]
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..