বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একদিন তির ধনুক নিয়ে চললাম সক্কালবেলা
পাখি শিকারে।
আর একদিন দুপুরবেলাই বেরিয়ে পড়লাম
পাখি শিকারে।
সেদিনতো বিকেলে ঘুম থেকে উঠেই
তির-ধনুক নিয়ে বেরিয়ে ছিলাম
পাখিটিকে তির বিদ্ধ করতে।
#
কিন্তু কোনোদিন কাঁচা সবুজ রঙের পালকে,
কোনোদিন পাকা হলুদ রঙের ঠোঁটে,
কোনো দিন ফিকে লাল রঙের ঝুটিতেই
আটকে যায় আমার মন।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..