শিকারি

বিশ্বজিৎ মাইতি
কবিতা
Bengali
শিকারি

একদিন তির ধনুক নিয়ে চললাম সক্কালবেলা
পাখি শিকারে।
আর একদিন দুপুরবেলাই বেরিয়ে পড়লাম
পাখি শিকারে।
সেদিনতো বিকেলে ঘুম থেকে উঠেই
তির-ধনুক নিয়ে বেরিয়ে ছিলাম
পাখিটিকে  তির বিদ্ধ করতে।
#
কিন্তু কোনোদিন কাঁচা সবুজ রঙের পালকে,
কোনোদিন পাকা হলুদ রঙের ঠোঁটে,
কোনো দিন ফিকে লাল রঙের ঝুটিতেই
আটকে যায় আমার মন।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..