প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
একদিন তির ধনুক নিয়ে চললাম সক্কালবেলা
পাখি শিকারে।
আর একদিন দুপুরবেলাই বেরিয়ে পড়লাম
পাখি শিকারে।
সেদিনতো বিকেলে ঘুম থেকে উঠেই
তির-ধনুক নিয়ে বেরিয়ে ছিলাম
পাখিটিকে তির বিদ্ধ করতে।
#
কিন্তু কোনোদিন কাঁচা সবুজ রঙের পালকে,
কোনোদিন পাকা হলুদ রঙের ঠোঁটে,
কোনো দিন ফিকে লাল রঙের ঝুটিতেই
আটকে যায় আমার মন।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..