দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
একদিন তির ধনুক নিয়ে চললাম সক্কালবেলা
পাখি শিকারে।
আর একদিন দুপুরবেলাই বেরিয়ে পড়লাম
পাখি শিকারে।
সেদিনতো বিকেলে ঘুম থেকে উঠেই
তির-ধনুক নিয়ে বেরিয়ে ছিলাম
পাখিটিকে তির বিদ্ধ করতে।
#
কিন্তু কোনোদিন কাঁচা সবুজ রঙের পালকে,
কোনোদিন পাকা হলুদ রঙের ঠোঁটে,
কোনো দিন ফিকে লাল রঙের ঝুটিতেই
আটকে যায় আমার মন।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..