শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
কোন এক ঘ্রাণ এসে যদি
নিয়ে যায় অতীতে আবার
কন্থকের খুরের তলায়
ফেলে দেব সব মায়া
অনোমার শান্ত জলে
দেখে নেব নিজেকে প্রবল
ফিরে আর আসবো না
এই আমক শ্মশানের দেশে ।
ভাসছে কচুরিপানা
তার ‘পরে সংসার পেতে
রৌদ্রের মতো লুকোচুরি খেলছে
কয়েকটি মাকড়।
অন্তিম বিকেল কাঁপে
শরীরের ভাজে
তার ও বেশি আমাদের মনে।
সূর্য ডুবে গেলে
আবছা আলোয়
শেগুন পাতার পর্দা সরিয়ে
সময় ও সুচতুর মানুষের
লুকোচুরি খেলা দেখি।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..