আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ঐ দ্যাখো ধুলোরাঙা পথ
পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে
অরণ্যের দিকে। ঐখানে সরল মাছের মতো সে অপেক্ষায় আছে ।
গলায় গুঞ্জার মালা, খোঁপায় শালফুল।
ওখানেই ফিরে যাবো, হাতে নেব বাঁশি। আর পরবের দিন এলে বাজাব মাদল
তালে তালে ঘুরে ঘুরে নেচে যাবে
শ্যামাঙ্গিণী মেয়ে।
২
গ্রাম ছাড়িয়ে কোন সুদূরে চলেছ পথ?
কোন নিরুদ্দেশে
আমাকে নিয়ে যেতে চাও?
ঘরে থাকা এখন অসম্ভব।
তোমার রাঙাধুলো লাগুক পায়ে
আর মন হোক উদাসী। ব্যাকুল হয়ে সেই চিরকালের আমিকে যদি খুঁজি
হাতে তুলে দিও তোমার একতারা।
৩
আকাশে পেঁজা তুলোর মতো মেঘ,
মাঠে কাশফুল,
শিউলি ফুলের গন্ধভেজা বাতাস
আর দিঘি ভরা পদ্ম।
শরৎ এসেছে আঙিনায়,
পুরো একটিবছর পর
আমাদের মেয়ে এসেছে
তোরা শঙ্খ বাজা, উলুধ্বনি কর।
বৈরাগীর ঘরে সে ছিল কেমন করে!
মনে কি তার পড়তনা-এই ঘর!
৪
বড়ো প্রিয় এই মাঠ,ঘাট, নদী।
কখনো চাই না ছেড়ে যেতে।
তবু যদি কোন এক কুয়াশার ভিতর
চলে যেতে হয়,
বকের শ্বেত শুভ্র ডানায় ভর করে
উড়ে বেড়াবে আমারই ইচ্ছা।
শালিকের চোখ দিয়ে,
দোয়েলের চোখ দিয়ে দেখব
বাংলা মায়ের অপরূপ রূপ।
কৃষকের অন্তর হয়ে
জেগে উঠবে আমারই হৃদয়।
আর তখন
সোনার বরণ হলে ধান
ভাঙাচোরা মুখে আলোফোটে।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..