প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ঠিকানা বদল হবে, ঈশ্বরদি লেইনে
ঈশ্বর সাংবাদিক অবসরে ঢুকে পড়বে জলনৌকা
প্রতিবেশীরা উঁকি মারবে
খরচ করবে বাক্য, বাত ব্যথা,গলির মুখে রুটির দোকান থাকবে।
জন্মদিন কোনো দোকান লিখে রাখেনা যেদিন শীত শেষ হয়ে যাবে এমনকি সেদিনও। জন্ম মূলতো নিমগাছ দিদিমনি, জন্ম মূলতো ছোটোবেলার জামা শুকানো।
কতগুলো শুকনো বরফের বাচ্চা মিলে আমাদের জন্মের বিনিময় চলে। তাই আমরা গলে যাই হৃদয়ে আবার আঘাতে শক্ত হই।
লেডিজ শার্টের গন্ধে বহুকিছু থাকে
কাঁচা টাকা
সোনার সোহাগা,রিডা, বডিলোশন,বেলা বিস্কুট, ছোটো বেলার ক্ষিদে, কিছুটা জল।
গন্ধে গোপন প্রস্তাব, পরাজিত সতীনের কোড
কিছুটা পিছিয়ে থাকা নেটওয়ার্ক, লেডিজ শার্টের গন্ধে থাকে অ্যালজেব্রা, নিয়ম মাফিক পেনশান যখন লুকিয়ে থাকে তখন হেরে যাওয়া প্রেমিককে পাওয়া যায়।
আজকাল তো লেডিজ শার্টের গন্ধে চে গুয়েভারা,
গার্ডিয়ান পত্রিকা,ঐ রাধামাধব, দু মাস আগে বাসা ছাড়তে হবে।
আজকাল গন্ধ উদার, মুক্তবাজার অর্থনীতি বলে কথা!
যে প্লেটে খেতে বসি সেটা সুস্থ ও স্বাভাবিক হতে হয়,না হলে শরীর উজায় না- এমনটা মা বলতো!
আজকাল বক্স অফিসে হিট থলথলে সিনেমা
ক্যাটওয়াক করেছে রাজনীতি,ইনিংস শুরু হলে শেষ হতে চায় না
পুলিশের ভয়ে মিছিল আর এগোয় না।
সৃষ্টি -স্থিতি -নাকফুল
বেতন কম পেলে প্লেটও অসুস্থ হয়
ঐতিহ্য ধরে পালা উৎসব, অমাবস্যায় নিরামিষ, সূর্যপ্রণাম এসব আর কে মনে করিয়ে দেবে!
যেহেতু,সারি সারি কচি ইতিহাস নিয়ে পানির স্তর ঢাকাসহ সব শহরে নেমে যাচ্ছে নিচে।
নোট করি আজান,
কোন আজানে ঘুম থেকে উঠতে হয়।
নোট করি উলুধ্বনি
কোন উলুধ্বনিতে ফিরে আসে মঙ্গল
যারা বক্তৃতা দিতে উঠে, অনেক লোক সামনে
উসকানি দেয়, অনুপ্রেরণাও
তারা দানব কিনা জানিনা
আজানের চরিত্র, উলুধ্বনির চরিত্র বুঝলে পৃথিবীর সব শোষকরা আগুনে পোড়া ছাড়াই শোষক হওয়ার দুঃখ বুঝতো।
পাঁচ
“ভালোবাসা দাও”- “ভালোবাসা পাবে”
কবি বলেছিলেন!
যা বলেন নি;
সোনাতে কাদা থাকলে আগুনে পুড়াতে হয়
পানিতে নয়
বাংলার জল ভূমিতে যথেষ্ট ভালোবাসা
জনসংখ্যা যেমন বাড়ে কথায় ও প্রেমে।
যেমন ভোরে ফুল ফুটে ভালোবাসায় ও দ্রোহে
মা স্নান করে অভিমানে
মেয়েটি বারান্দায় অন্তর্বাস শুকাতে দেয় লুকিয়ে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..