আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
কার সঙ্গে তুমি পার হতে চাও রূপসী
যার হাতে ফুলের তোড়া, না যার হাতে অসি।
কার সঙ্গে তুমি পার হতে চাও জলধি
যার আঁচল ভরা মাটি, না যার চোখে ভরা নদী।
কার সঙ্গে তুমি উড়ে যেতে চাও আকাশ
যার হাতে কারসাজি, না যার নিঃশ্বাসে বিশ্বাস।
কার সঙ্গে তুমি হতে চাও পাগল পারা
যার কলম খাটে ভাড়া,না যার সিধা শিরদাঁড়া।
কার সঙ্গে তুমি বেঁধে নিতে চাও ঘর
যার ভাঁটা পোড়ে, না যার শরীরে মাটি ঈশ্বর।
২
মৃত্যুর পর
কিছু ভাবতে পারিনা।
মৃত্যুর পর
কিছু বলতে পারিনা।
কিছু ভাবতে আর বলতে না পারলে
মৃত্যু-সলতের মুখে আগুন দিয়ে
আলোর কিঞ্চিৎ সান্নিধ্য ছুঁতে পারিনা।
এমনিতেই জীবনকে
মৃত্যুর খাঁড়ায় মাথা নামিয়ে রাখতে হয়।
৩
আমার সমস্ত তাপ-উত্তাপ
ছাই করে দিও।
এক চুটকিও অবশেষ রেখো না।
দোহাই তোমার
একবার নিঃশ্বাসে ভেসে এসো
অজুহাতে নাই বা ভালোবেসো
আমাকে খুচরো করে বিলিয়ে দিও
খই মুড়ির সাথে বাতাসে।
যদি আয়ু ঘাটে দীর্ঘায়ু নেমে আসে
হাত খুলে মুঠো মুঠো হরি লুট দিও
তোমার ইচ্ছের ভেতর রেখোরোজ
শুধু আমার ঘরবাড়ি চৌকাঠের খোঁজ ।
৪
ভালো আছি।
হাঁটতে পেরে নিরন্ন মানুষের পথমিছিলে
এক প্রত্যয় উত্তাপ মুখর শ্লোগান গিলে।
ভালো আছে
ভিখিরির জ্যোৎস্না রাত
টিনের থালায় সাদা ভাত
নিজেকে আগলে রাখার আর কী আছে প্রয়োজন !
কৃষ্ণচূড়ার রাঙা মুখ
বসন্তে পলাশের সুখ
ভালবাসাময় মৃত্যু আমরণ।
জেনে সঁপে দিয়েছি জীবন
এখন তো আমায় ঘরে তুলতে করতে পারো বরণ।
৫
এক আকাশ বৃষ্টিতে ভেজার কথা ছিল
এক আকাশ জ্যোৎস্না ছোঁয়ার কথা ছিল
পাশাপাশি বসে
এক অন্যের লজ্জার শিহরণে
শয্যা পেতে কৃষ্ণচূড়া অরণ্যে
রোদ্দুর-বৃষ্টি-জ্যোৎস্না লাবণ্যে
কলঙ্ক বর্ণে
কতটা পাপপুণ্য খতিয়ে দেখার কথা ছিল।
৬
এক আঁচল মেঘ
এক আকাশ বৃষ্টি হয়ে
এক পৃথিবীর মাটি জিরিয়ে দিতে পারে।
এক উনুন অঙ্গার
এক মুখ হাওয়া ফুঁকে
ঘরের খিদের জ্বালা জুড়িয়ে দিতে পারে।
বিষ-বিষণ্ণ দিনে
এক ঈশ্বরহীন মন্দির
ঘরে ঘরে সূর্যোদয় পৌঁছে দিতে পারে।
এক ছুঁচ বাঁশবন
অন্তঃপুরের বাঁশি হয়ে
জীবন যাপনে সুর ভরিয়ে দিতে পারে।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..