যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
হাতে ঝুমঝুমি আরব কাহিনি স্বছ পোশাক যৌবন
দেহে নর্তক মনে নর্তকী শুরুয়াত ছিল চনমন
উড়ান খাটোলা নাকি কার্পেট যাই বলো চেপে উড়ে
নভশ্চরের মানসিকতায় মেঘের দেশকে ফুঁড়ে
কার্পেট শুরু করলো জড়াতে শিল্পের প্রকরণ
মুড়িয়ে ধরলো মোয়াতে মায়াতে মুগ্ধের দেহ মন
আরেকটি দেহ যৌবন পেয়ে যৌন কাতর জন্তু
আরেকটি মন কবিতার নেশা পেয়ে গেল অপরন্তু
আরো বোঝা গেল পাবলিকদের কেমন বানায় বোকা
ভণ্ড দেশপ্রেমের বুলিতে কাটে বিষাক্ত ঘুণপোকা
রাষ্ট্রকে লোটে রাজনীতি দল গাড়ে মৌরসী পাট্টা
আদর্শবাদ ক্রমশ কেমন ক্ষমতাবানের ঠাট্টা
সহ নাগরিক অধিকাংশই দাবাতে সাজানো গুটি
নিজেদের গুটি পরিচয় নিয়ে হয়ে আছে পরিপাটি
ঢলে যায় দিন কালো ফিকে নয় নড়বড়ে করে শক্ত
ভুলে গিয়ে সব ক্রমে বেড়ে ওঠে চতুরাল রাজভক্ত
রাজাকে দুষবে তেমনটা নেই তারই ভীষণ আকাল
রাত্রিরে জ্বলে মেকি আলো গায়ে মেকি শক্তির মশাল
সকালে সূর্য হাই তুলে ওঠে যেন শিফটিং ডিউটি
সমুদ্রতীরে ভীড় করে দেখে পর্যাপ্তেরা বিউটি
থোড়-বড়ি- খাড়া করেই বেচারা কাটালো কয়েক দশক
নিজেরই বাগানে ঢালতে জীর্ণ শতছিদ্রের মশক
পরিপাটী খুঁটি অপরের ত্রুটি চিহ্নিত আলোচনা
এটুকু নিয়েই রয়ে গেল তবে জীবনের লেনা দেনা
ভিতরে দৃষ্টি জাগছে তবুও দেরি হয়ে গেল বড্ড
যুক্তির ক্রোধ বিকিরণে ছিল অমাবস্যার জাড্য
এবার লোকটা আড়মোড়া ভেঙে চিনে নিতে চায় ব্যক্তি
সমাগম চায় মুক্ত কণ্ঠ পুষিয়ে নেবার খাকতি
ক্ষমতা দখল রাজনীতি দল তেমন বিরোধী পক্ষ
তার বিকল্পে আমজনতার জোট বাঁধা হোক লক্ষ্য
গণতান্ত্রিক চেতনা বাড়ুক দেশের সীমানা ছাড়িয়ে
মানুষের পায়ে মানুষ কেন এত দেশে যাবে মাড়িয়ে
জঙ্গীবাহিনী দাপটের কোপে সঙ্গীহীনের সঙিন
অবস্থাগুলি পাল্টাতে চাই মানসিকতার রঙিন
অনাহারের দুরাবস্থায় যাবে কেন কিছু দেশ
প্রচুরের মাঝে ডুবে থাকাদের নেই যার কিছু লেশ
অভুক্ত শিশু কেন খুঁজে পায় সাংবাদিকের ক্যামেরা
দেশের অর্থ লুণ্ঠন করে পালায় হোমরা চোমরা
পৃথিবীতে কিছু মানুষ কেড়েছে সব মানুষের সম্পদ
এই হিসাবের চাওয়াতে জাগুক দুনিয়ার যত জনপদ
নদীর নাব্য কারা কেড়ে নেয় যোজনার গরমিলে
বৃক্ষ পাহাড় ধ্বংস যজ্ঞ কেন অবিরাম চলে
সমান চিন্তা মানসিকতার মানুষের দল খুঁজে
বাকি জীবনটা কাটাবে লোকটা থাকবে না ঘাড় গুঁজে।
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..