শহর ফিরেছে কাল
শহর ফিরেছে কাল শহর ফিরেছে কাল বিকেলের বাসে; শহর ফিরেছে কাল স্মৃতি অবকাশে। ২ শহর…..
শূন্যতা উড়ে যায়
শূন্যতা উড়ে যায়
বেদনা মাখা ডানায়
দূর হতে দূরে–
বাতাসে ভাসে
রিক্ততার ছাপ,
সর্বাঙ্গে তার ব্যর্থতার অভিশাপ,
দূরে কোথায় বাঁশি বাজে
একটানা বিষাদের সুরে-
বেদনারা ভেসে যায় আকাশের গায়
বিষাদের বালুচরে মরে ঘুরে ঘুরে।
শূন্যতা উড়ে যায় দূর হতে দূরে।
হৃদয় ছুঁয়ে
আমি ছুঁয়ে থাকি তোমার বুকের ভেতর,
হৃদয়ে আঙ্গুল রেখে-
আমি ছুঁয়ে থাকি মনকে তোমার
আমার সবুজ হৃদয় দিয়ে,
চেষ্টা করি জ্বালাতে এক পবিত্র আগুনের অনির্বাণ শিখা,
শুকনো বাতাস ছুটে আসে হা হা করে
জ্বলে ওঠে আগুন-
হাঁ করে দেখি,
আগুনে তোমার প্রাণের চিহ্নমাত্র নেই;
কখন তুমি চলে গেছ অনেক দূরে-
শুকনো খড়ের মত হাতে আমার নিষ্প্রাণ দেহ ফেলে-
আমি সেই শীতের আগুনে
আহুতি দিই নিজের মুর্খামিকে আর নৈরাশ্যকে,
আর লক্ষ্য করি
তুমি সজীব হয়ে আনন্দে বেঁচে আছ দূরে,
অন্য এক নতুন ভূখণ্ডে-
আমার এখানে মাথা খুঁড়ে মরে শুষ্ক তৃষ্ণার্ত মরুভূমি–
শহর ফিরেছে কাল শহর ফিরেছে কাল বিকেলের বাসে; শহর ফিরেছে কাল স্মৃতি অবকাশে। ২ শহর…..
মূল্যায়ন বিষাদের বুক ছিঁড়ে আলো অস্তমান প্রজ্জ্বলিত বহ্নিশিখা চির দীপ্তিময় আবেগের হুতাশনে বৈরাগী জীবন যৌবন…..
ইচ্ছের কোন ভোর অবিশ্বাসের সাথে হেঁটে হেঁটে রাত্রির শেষ প্রান্তে পৌছে গেছি, অথচ আলোর দেখা…..
স্বর্গের সিঁড়িতে সাজে গোপন প্রেমের পসরা অন্ধকার নামলেই স্বপ্ন টেনে নেয় আগুনের দিকে জলে পোড়া…..