শৌভিকদা

ওয়াহিদার হোসেন
কবিতা
Bengali
শৌভিকদা

শৌভিকদা
(প্রিয় কবি শৌভিক দত্তকে মনে রেখে)

দার্জিলিং এলো শৌভিকদা

আমার যাওয়া হলনা

কবিতার পিঠে হেলান দিয়ে কবিতা হলো
কাঞ্চনজঙ্ঘা সিগারেটের ধোঁয়ায় ধোঁয়াশা হলো

দেখা হলনা

আমি দেখতে পাচ্ছি

এক বাঙ্গালী কবি সিগারেট হাতে হিমালয় হয়ে আছে

 

ভোর ১

ঠোঁটকাটা ভোর

জিন্সের মধ্যেও ঢুকে যাচ্ছে বাতাস

নদী বাঁক নিলো
কুয়াশায় হাত ধরে
তুমিও চুলের এলোমেলো সরিয়ে মেঘ হলে

অগত্যা নদীর কাছ থেকে সরে এসে
সারাদিন
ঠান্ডা বন্দী
বৃষ্টি বন্দী হয়ে কাটাতে হলো
চাঁদরে স্মৃতিতে

 

ভোর ২

তুমি তাকে ডাক দাও তার হাতে

রোদ আর জল মাখা
সে ছবি আঁকে
মেঘে মেঘে বাঁকা বাঁকা বজ্রপাত

ও মেয়ে দ্যাখো জল ছুঁয়ে থালা ছুঁয়ে

বাসিভাত ফেলে

আসছে ভোর ও মশালঅলা

 

আমি যদি তাকে ভালোবাসি

আমি যদি তাকে ভালোবাসি তার শ্বাস হই

নাভিদেশ জুড়ে শেকড়ের বাঁধ

তার ডালপালা জুড়ে
ফল ও নিষিদ্ধ কথাবার্তা

কুয়াশা হবো আমি যদি তাকে ভালোবাসি

তার হাত ধরে প্রিয় মৃত্যুতক হেঁটে যাবো

ওয়াহিদার হোসেন। কবি। জন্ম ১৯৮৬, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রাঙ্গালিবাজনায়। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। চাকরি করছেন ডুয়ার্সের এক প্রত্যন্ত চা বাগানের প্রাথমিক স্কুলে। প্রকাশিত বই: 'মধ্যরাতের দোজখ যাপন' (কাব্যগ্রন্থ, ২০১৩) এবং 'পরিন্দা' (কাব্যগ্রন্থ,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..