বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
শৌভিকদা
(প্রিয় কবি শৌভিক দত্তকে মনে রেখে)
দার্জিলিং এলো শৌভিকদা
আমার যাওয়া হলনা
কবিতার পিঠে হেলান দিয়ে কবিতা হলো
কাঞ্চনজঙ্ঘা সিগারেটের ধোঁয়ায় ধোঁয়াশা হলো
দেখা হলনা
আমি দেখতে পাচ্ছি
এক বাঙ্গালী কবি সিগারেট হাতে হিমালয় হয়ে আছে
ভোর ১
ঠোঁটকাটা ভোর
জিন্সের মধ্যেও ঢুকে যাচ্ছে বাতাস
নদী বাঁক নিলো
কুয়াশায় হাত ধরে
তুমিও চুলের এলোমেলো সরিয়ে মেঘ হলে
অগত্যা নদীর কাছ থেকে সরে এসে
সারাদিন
ঠান্ডা বন্দী
বৃষ্টি বন্দী হয়ে কাটাতে হলো
চাঁদরে স্মৃতিতে
ভোর ২
তুমি তাকে ডাক দাও তার হাতে
রোদ আর জল মাখা
সে ছবি আঁকে
মেঘে মেঘে বাঁকা বাঁকা বজ্রপাত
ও মেয়ে দ্যাখো জল ছুঁয়ে থালা ছুঁয়ে
বাসিভাত ফেলে
আসছে ভোর ও মশালঅলা
আমি যদি তাকে ভালোবাসি
আমি যদি তাকে ভালোবাসি তার শ্বাস হই
নাভিদেশ জুড়ে শেকড়ের বাঁধ
তার ডালপালা জুড়ে
ফল ও নিষিদ্ধ কথাবার্তা
কুয়াশা হবো আমি যদি তাকে ভালোবাসি
তার হাত ধরে প্রিয় মৃত্যুতক হেঁটে যাবো
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..