শ্বেতা সরকারের কবিতা

শ্বেতা সরকার
কবিতা, পডকাস্ট
Bengali
শ্বেতা সরকারের কবিতা

আতরগন্ধী ভালোবাসা

আতরগন্ধী ভালোবাসা,
আদরগন্ধী কাছে আসা,
গাল ছুঁয়ে প্রেম উছলে ওঠে,
নিকোটিনের গন্ধ মেশা।

পদ্মপাতায় টলটলে জল,
ছুঁয়ে দিলেই নেশা অতল,
ইচ্ছে সুখের কামড় তোমার,
ঘুম জড়ানো প্রেম টলমল।

তোমার হাতেই ইচ্ছেঘুড়ি,
সুতোর টানে আমি উড়ি,
তুমিই রাখো আগলে বুকে,
বোতাম খোলা শার্টের সুখে,
তোমার গভীর আলিঙ্গনে,
আমি তো ভুল করেই মরি।

শ্বেতা সরকারের স্বকণ্ঠে কবিতাপাঠ

শ্বেতা সরকারের স্বকণ্ঠে কবিতাপাঠ। তিনটি কবিতা- "আতরগন্ধী ভালোবাসা, একলা সময় পাইনি, তবু স্বপ্ন দেখি"।https://ongshumali.com/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE/

Posted by Ongshumali অংশুমালী on Saturday, May 18, 2019

একলা সময় পাইনি

অনেক দিন নদীর কাছে যাইনি।
ধূ-ধূ বালুচর,তিরতির নদী, আলসে ঢলে পড়া দিগন্ত,
অনেক দিন নদীর কাছে যাইনি।
তীর ছাড়া নৌকা,ছুটোছুটি শৈশব, বালিখেলা যৌবন,
অনেক দিন নদীর কাছে যাইনি।
এখন ব্যস্ত দিন, ব্যস্ত অবকাশ, ব্যস্ত আমার মন,
অনেক দিন একলা সময় পাইনি।
অনেক দিন নদীর কাছে যাইনি।।

 

তবু স্বপ্ন দেখি

মানবী নই আমি, পরিণত হয়েছি আজ শুধুই ছিদ্রে।
আমি শুধুই অপেক্ষায়,
শাণিত পুরুষাঙ্গের নির্মম উল্লাসের।
নয় মাস থেকে সত্তর,
অথবা তারও কম বা বেশী,
সংকীর্ণতা….শিথিলতা….রক্তপাত….আর্তনাদ….
ছুঁতে পারেনা হৃদয়,
হে পুরুষ, আমি শুধুই অপেক্ষায়,
শাণিত পুরুষাঙ্গের নারকীয় উল্লাসের।
পিতা…. ভ্রাতা…. সন্তান…. বন্ধু…. শিক্ষক….
ছিন্ন আজ সম্পর্কের সব মায়াজাল।
শুধুই ছিদ্রসহ একতাল মাংসপিণ্ড আমি,
ক্ষত বিক্ষত কামনার নখ ও দন্তে।
হে পুরুষ, আমি শুধুই অপেক্ষায়,
তোমার শাণিত পুরুষাঙ্গের উদ্ধত উল্লাসের।
তবু স্বপ্ন দেখি….
পিতৃ স্নেহধন্যা কন্যা হওয়ার,
আদুরে প্রেমিকা কিংবা প্রকৃত জীবন সঙ্গীনী হওয়ার,
হে পুরুষ, আরও একটি স্বপ্ন যত্নে সঞ্চয় করি আমি,
সন্তান গরবে গরবিনী তোমার শ্রদ্ধেয়া জন্মদাত্রী হওয়ার।

শ্বেতা সরকার। জন্ম ১৯৭৮ সালের ফেব্রুয়ারি। স্থান, বাবার কর্মস্থল টিকিয়াপাড়া রেল কোয়াটার, হাওড়া,বাংলা, ভারত। পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে হাওড়া নরসিংহ কলেজ থেকে বায়ো-সায়েন্সে স্নাতক। ছোট বেলা থেকেই নাচ,গান, আবৃত্তি, ছবি আঁকা, ফটোগ্রাফিতে ছিল শখ। বিবাহসূত্রে খড়্গপুরের বাসিন্দা। আঞ্চলিক...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ