প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
মা
স্তনে উদ্বেল হওয়া জরুরি।
সেভাবে রক্তপাত এলে
আমি দুহাতে খুঁজছিলাম আশ্রয়
কোথাও কি আছে কারো স্বাধীন অক্ষর?
দমকা হাওয়া কতটা ভেজায়?
আলো ও অক্ষর ভিজে যায়
দুহাতে সামলাও বীজ, প্রকরণ
লৌকিক বজ্রপাতে সামান্য জীবন!
সংখ্যালঘু
দেশ,যন্ত্রণার মাটি খুড়ে দেখলাম সংখ্যালঘুদের নেই।
রোদ আছে
রোদের ভেতর আছে মরমিয়া গান
সেই মরম দেশদ্রোহী হতে বলে।
ভালোবাসলেও শাসকের সন্দেহ!
ঘুমিয়ে যাওয়ার আগে আমরা রক্ত চেটে নিই।
থুতু চেটে নিই
সংখ্যালঘুদের নাকি দেশ হতে নেই।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..