সংখ্যালঘু

ওয়াহিদার হোসেন
কবিতা
Bengali
সংখ্যালঘু

মা

স্তনে উদ্বেল হওয়া জরুরি।
সেভাবে রক্তপাত এলে
আমি দুহাতে খুঁজছিলাম আশ্রয়
কোথাও কি আছে কারো স্বাধীন অক্ষর?
দমকা হাওয়া কতটা ভেজায়?

আলো ও অক্ষর ভিজে যায়
দুহাতে সামলাও বীজ, প্রকরণ

লৌকিক বজ্রপাতে সামান্য জীবন!

 

সংখ্যালঘু

দেশ,যন্ত্রণার মাটি খুড়ে দেখলাম সংখ্যালঘুদের নেই।
রোদ আছে
রোদের ভেতর আছে মরমিয়া গান
সেই মরম দেশদ্রোহী হতে বলে।
ভালোবাসলেও শাসকের সন্দেহ!

ঘুমিয়ে যাওয়ার আগে আমরা রক্ত চেটে নিই।
থুতু চেটে নিই

সংখ্যালঘুদের নাকি দেশ হতে নেই।

ওয়াহিদার হোসেন। কবি। জন্ম ১৯৮৬, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রাঙ্গালিবাজনায়। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। চাকরি করছেন ডুয়ার্সের এক প্রত্যন্ত চা বাগানের প্রাথমিক স্কুলে। প্রকাশিত বই: 'মধ্যরাতের দোজখ যাপন' (কাব্যগ্রন্থ, ২০১৩) এবং 'পরিন্দা' (কাব্যগ্রন্থ,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..