আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
মা
স্তনে উদ্বেল হওয়া জরুরি।
সেভাবে রক্তপাত এলে
আমি দুহাতে খুঁজছিলাম আশ্রয়
কোথাও কি আছে কারো স্বাধীন অক্ষর?
দমকা হাওয়া কতটা ভেজায়?
আলো ও অক্ষর ভিজে যায়
দুহাতে সামলাও বীজ, প্রকরণ
লৌকিক বজ্রপাতে সামান্য জীবন!
সংখ্যালঘু
দেশ,যন্ত্রণার মাটি খুড়ে দেখলাম সংখ্যালঘুদের নেই।
রোদ আছে
রোদের ভেতর আছে মরমিয়া গান
সেই মরম দেশদ্রোহী হতে বলে।
ভালোবাসলেও শাসকের সন্দেহ!
ঘুমিয়ে যাওয়ার আগে আমরা রক্ত চেটে নিই।
থুতু চেটে নিই
সংখ্যালঘুদের নাকি দেশ হতে নেই।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..