আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
সঙ্গ-নিরোধের দিনলিপি
জীবন এখন চড়ুই পাখি স্বল্প পরিসর
পেট ভরলেই সুখের স্বর্গ অনেক অবসর ।
চাহিদাগুলো কমছে দ্রুত দু’মুঠ চালের ভাত
থাক বেঁচে থাক সোনার সীতা দু’ফসলি মাঠ ।
না হয় এবার ফিরব সবাই অরণ্য নদীর তীর
এই বন পথ সবার ছিল আমরাই করেছি ভিড় ।
ধ্বংসের বীজ বুনেছি আমরাই আত্মরতির মোহে
এ রোগ শুধুই মানবজাতির পৃথিবীর রোগ নহে ।
প্রয়োজন আর কতটুকুই ছিল এগিয়েছি বহুদূর
শিখর জয়ের হাতছানি থাক ফিরে আসাটাই দস্তুর ।
শবযাত্রা
যাওয়ার ছিল বেশ কিছুটা পথ আরও
তবুও থেমে যেতে হলো একাকী
বিদায় বেলায় চেনা মুখ ছিল কি কোনও ?
শেষ কথা কিছু রয়ে গেল বাকি ।
দাহ না কবর ? জানেনা কিভাবে হবে
সব মানুষেরই এক পরিণতি
দুর থেকে হয়তোবা কেউ চিনে নেবে
মৃত্যু শরীর দাগহীন পরিপাটি ।
প্রিয়জন সব না জানি কে কোথায়
তারা কি কোয়ারান্টিনে ?
বিদায় বেলায় ছোঁয়া পেতে মন চায়
মৃত সৈনিক একাকী রণাঙ্গনে ।।
পরিযায়ী
শহর ছেড়ে যেসব লোক হাঁটছে গ্রামের দিকে
সেই লোকগুলোর কিইবা করার ছিল
কারখানার গেট বন্ধ বিনা পারিশ্রমিকে
সঞ্চয় তাদের কতটুকুই ছিল বলো ?
সমাজে তারা গাদাগাদি ঠাসাঠাসি অভ্যাসে
কোয়ারেনটাইন খায় , না গায় মাখে ?
লকডাউনের রাস্তায় ওরাই নেমে আসে
পুঁটলিতে বাঁধা সংসার আর নতুন প্রজন্ম কাখে ।
জ্বর কাশিতে নিয়মিত পোড়া দেহ
ঘিঞ্জি বস্তিতে সাইরেন শুনে চলে
লক্ষ্মীর ঘট হয়তো ভেঙেছে কেহ
সামাজিক দুরত্ব গাঁয়েই মানবে বলে ।
শেষ প্লেনটা আসবে ওদের নিয়ে
বিদেশে থাকা দেশের কৃতী সন্তান
দশের বাহক ওরা চলেছে নাঙ্গা পায়ে
ভরসা যোগায় ভিটে মাটির টান ।
কৈফিয়ত
যখন পৃথিবীর ফুসফুস জ্বলছিল প্রবল দাহে
সেদিনও ছিলে চুপ ।
কিছু পাখি গিয়েছিল উড়ে ,
তাদের স্বজন হারা আর্তনাদ বিঁধে ছিল কি বুকে ?
পৃথিবীর টোপর যেদিন ধীরে ধীরে গলে যাচ্ছিল
তোমার গরল নিশ্বাসের আঁচে
সেদিনও ছিলে চুপ ।
মৃত শীল তিমির লাশ ডিঙিয়ে
একটুও কি কেঁপে ছিল বুক ?
পৃথিবীর ছাদ ফাটিয়ে দিয়েছ
ঠান্ডা ঘরের বিলাসি শয্যায় ।
আজ এই বিশ্বসংসার তোমায় করেছে বয়কট ;
ওই সবুজ আঁচলের নিচে প্রতিটি জীবন চাইছে কৈফিয়ৎ
তুমি দেবে না জবাব ?
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..