সতীশ যা যা পারে না

সায়ন্তনী নাগ
অণুগল্প
সতীশ যা যা পারে না

সতীশকে  এ তল্লাটের সবাই চেনে। কিন্তু কেউ কোনোদিন সতীশের মুখোমুখি হয় নি। এতে কোনো ভৌতিক বা ঐশ্বরিক ব্যাপার নেই।

সতীশের বয়স তিরিশ পেরিয়েছে সেই কবে। তবু সতীশের কোনো ফুলপ্যান্ট নেই। ওরা এতটা গরীব নয় যে ফুলপ্যান্ট জোটে না। ওর ভাই নীতিশ এবারই ফ্যান্সি মার্কেট থেকে কিনেছে একটা অ্যাসিড ওয়াশ জিনস। সতীশের শুধু হাফপ্যান্ট।

সতীশের একটা চারচাকা আছে। ওয়াগনার কিম্বা অলটো নয়। কাস্টোম মেড। ওটা ও একাই চালাতে পারে। নীতিশ পারে না, বোন প্রীতিও না। প্রীতি সাইকেল চালাতে পারে, নীতিশ বাইক। সতীশ পারে না।

সতীশকে সকলে নীচু চোখে দেখে। কিন্তু সতীশ চোর চিটিংবাজ বা নেশাড়ু নয়। কেবল ছোট বাচ্চারা সতীশের চোখের দিকে সোজাসুজি তাকাতে পারে।

সতীশ প্রতিবাদ মিছিলে হাঁটতে পারে না। কারো নাক ঘুঁষি চালিয়ে ফাটিয়ে দিতে পারে না। কারো মুখে থুতু ছিটিয়ে দিতে পারে না।

তবু বোবা কালা মেয়েটাকে লোকগুলো যখন টেনে নিয়েছিল পরিত্যক্ত গ্যারেজটায়, বড় বড় অন্ধকার অচল ডাবলডেকার বাসের নীচে যখন নখে দাঁতে ছিঁড়ে ফেলছিল শেষ প্রতিরোধ, একমাত্র সতীশই দেখতে পেয়েছিল। চিৎকার করে উঠেছিল। খ্যাপা হিংস্র প্রতিবাদের চিৎকার। লোকগুলো ভাবেনি ধরা পড়ে যাবে।

পরদিন খবরের কাগজের লোকেরা এসে সতীশের ছবি তুলেছিল। পুলিশ কর্তারা ওর পিঠে চাপড়িয়েছিল। মন্ত্রীমশাই ওকে পদক পরিয়ে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। কারণ সেই ছোট্টবেলায় অমনই একটা ডাবলডেকার কেড়ে নিয়েছিল সতীশের দুই ঊরুর নীচের অংশ।

লক্ষ হাততালির মধ্যে সতীশের মাথা সেদিন সবার কোমরের তলায় ছিল, কিন্তু তার সাহসী ছায়া ছাপিয়ে গেছিল সকলকে।

সায়ন্তনী নাগ। কবি, লেখক ও প্রকৌশলী। জন্ম ১৯৭২, কোলকাতা। পেশায় ভারতীয় রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার। লিটল ম্যাগাজিন ও বাণিজ্যিক পত্রিকা দুইয়েই লেখালেখি। সাত বছর নতুনশতক মনকলম পত্রিকার সম্পাদনা, এখনো ওই পত্রিকার সাথেই যুক্ত। প্রকাশিত বই- 'চেনা গন্ধ চেনা অবিশ্বাস' (কাব্যগ্রন্থ), 'কাকে দেব শুদ্ধকল্যাণ'...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

দৌড়

দৌড়

একবার এক দৌড় প্রতিযোগিতায় কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুবই ভালো দৌড়াচ্ছিলেন তিনি। সবাইকে পেছনে…..