সত্যম ভট্টাচার্য’র কবিতা

সত্যম ভট্টাচার্য
কবিতা
Bengali
সত্যম ভট্টাচার্য’র কবিতা

শহর

হেমন্তের গাভীন রোদ গায়ে মেখে বসে আছে শহর,যেন চলছে।চলছে পিঁপড়ের সাঁড়ি বাস মানুষজন সাইকেল রিকশা।থমকে দাঁড়াচ্ছে,ঠিক রাস্তা পার হবার আগের মূহুর্তটিতে।দোকানী পসারীর ডাকে সরগরম যে চত্বর তাকে রঙীন করেছে এইমাত্র নেমে আসা পাহাড়িয়া কমলা,যেন কোনো সুদূর থেকে সে এসেছে শুধুমাত্র এই শহরকে রঙীন করবে বলেই।বাতাসে সুঘ্রাণ তার।তার কোয়ার মতো জিন্স কিশোরীর অনাঘ্রাত ঠোঁটেও সে বুলিয়ে দিয়েছে তার রঙ।এইমাত্র যে চলে গেলো সহজে…তাকে কি মনে রবে বহুকাল?অল্প হাওয়ার তোড়ে ওড়া সোজা চুল তার,চকিত কটাক্ষ,মনের ভেতর ছড়িয়ে থাকবে,ছড়িয়ে থাকবে রঙীন মেঘের মতোন,আকাশের এলোমেলো হয়ে যাওয়া রামধনুর মতোন…ফ্ল্যাশব্যাকে ঘুরবে সিনেমার রিল…

দুই.

মাসাধিক অন্তরে দেখে প্রথমে চিনতেই পারিনি তোমায়।কি নিপুণ হয়েছ।অথচ এই তো মাত্র কদিন আগেও দামাল,সদ্য কিশোরী যেন মাথা দোলাতো সারাদিন,আর বয়ে যাওয়া হাওয়া তার বুকের ওপর,এলোমেলো ইতস্ততঃ ছায়াচ্ছন্ন পাড়া গাঁ,বসে থাকা দুপুর পা ছড়িয়ে শান্ত গাছতলাটির নিচে।এমনিই ছেড়ে গিয়েছিলাম,যেন হাত নেড়েছিলে তুমি,বলেছিলে-এসো শীগগীর।এমনিই ছেড়ে গিয়েছিলাম সেইদিন বিকেলে।অথচ আজ এসে দেখি কি অসাধারণ,দুধে ভরে আছে তোমার স্তন,চোখ ফেরানো যাচ্ছে না এমন।হয়তো ঈষৎ ঝুঁকেই আছো তুমি।আর আরো আরো গাঢ় নীলাকাশ নেমে আসছে তোমার ওপর…ডানা মেলছে সকালের সোনা রোদ…

সত্যম ভট্টাচার্য। কবি। জন্ম-১৯৭৯। এখন বাাংলা কবিতার কাগজ এর সাথে যুক্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ: 'যেখানে রোদেরা নরম'।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..