সন্দেহজনক

রোমান জাহান
কবিতা
Bengali
সন্দেহজনক

স্বপ্নবিলাসী নাম

যে জীবন একান্তই আমার
তার সাথে আকাঙ্ক্ষার
ঘর-দোর নেই,কথা-আড্ডা নেই
মহল্লার পথ বা চৌমাথাতেই
ক্রমাগত ভুলচুক
এঁকে দ্যায় গন্তব্যহীন মুখ

ট্রেন আর দূরবর্তী গাছপালার মত
দূরত্বের লাল পিঁপড়া অবিরত
হেঁটে যায় পাথুরে বেঞ্চে
অপেক্ষার পার্কে
ফিনিক্স পাখি
প্রত্যাশার চতুর্দিকে
বয়সী বিদ্বেষে একাকী
ইচ্ছের তাবুতে রাত্রিদিন
বর্ষা-বসন্তবিহীন
ধীরে ধীরে বাড়ে দ্বিধার মোকাম
জীবনযাপনে তুমি এখন
স্বপ্নবিলাসী নাম

শরত সংবাদ

শরতটা তোমার মত শুরু হয়
প্রতিধ্বনিহীন যাওয়ার বিস্ময়
মাছরাঙা মাতাল বিলে
এলোমেলো দোলে-
ফসল কাটার চোখ
মনন-ব্যাপে
ফিরে যাওয়ার শোক
বিষন্ন উড়ে যায় ধু ধু মাঠে

সত্তাময়
দ্বিধা আর স্বপ্নের যোগাযোগ
শিশিরের গাঢ় অনুযোগ
ইচ্ছে আর বিভ্রমের কারুকাজে
মগ্ন থাকে
পৌরাণিক গম্বুজে

কৃষ্ণচূড়ার ঘুম ঘেষে
বউ কথা কও রোদ
কবিতায় ছড়িয়ে দেয়
জলজ সারোদ
ভুলে যায়
প্রযত্ম কথোপকথন
স্মৃতির মতোন
ভালোলাগা প্রহরে
প্রতীক্ষার ডাকঘরে
শরতে পাঠায়
যাবতীয় কুশল-
ঝরাপাতা, রৌদ্রজল

হরতনের জীবন

জানাতে পারিনি তাকে
আমার কুশল,
সময়ের স্রোতে অবিরল
ভেসে গেছে
কত ইচ্ছের কাহিনি,
অনুভবের অনার্য সেই হরিনী
ঠায় দেখে
অভিজ্ঞানের মাথায়
পুড়ে যায় যযাতি আলহাদ।

প্রতিশ্রুতির গেরস্থী স্বাদ
উড়িয়ে নিয়ে গেছে
নিষ্করুণ গাছ-গাছালি
জলের সাথে ঝরেছে
বিশ্বাসের পত্রালি

কত সংশয়
ফিরে গেছে,
স্মৃতির মৌন সময়
বিশ্বাসের কাছে,
কত যে মড়ক আনে
বয়সের খেলাপী দোকানে-
কেবল ভাবনার বিকিকিনি,
হরতনের জীবন
ভালোলাগার কবিতায় লেখে
তুরুপের আত্মজীবনী

সন্দেহজনক

ইদানিং কেমন আছি
আতংক আর ভয়ের কাছাকাছি,
সন্ত্রস্ত বেলায়-
সময়ের সম্মুখে সময়কে ডাকি
অকস্মাৎ উদ্ভিন্ন এক পাখি
জীয়ন কাঠি ছুঁয়ে অবিরত
জীবনের গুঞ্জরনে অজ্ঞাত
বিরামহীন ডাকে অস্তিত্ব জুড়ে;

বেঁচে থাকার গভীরে
যুদ্ধ দিবসের বসবাস
ভয়ংকর শক্রু সৈন্য বেষ্টিত
ক্রমশঃ অন্ধকার নিশ্চল, স্থির
–যেন এক মৃতদেহ
চারদিক নতজানু গলগ্রহ স্নেহ
ঘিরে রয়েছে যাবতীয় নিঃশ্বাস
স্বপ্নের হাড়ে পরাজয়ের আবাস-
আর সন্দেহজনক বিশ্বাস
নগর জুড়ে
দুর্দান্ত প্রতাপে ঘুরে,
উৎকন্ঠার জীবন এভাবেই কাটে
বিপজ্জনক হাতুড়ির
দয়াহীন আঘাতে-
নির্মম দাপটে

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..