সময়

বদরুদ্দোজা শেখু
কবিতা
Bengali
সময়

সময়

আমি সময়ের কথা ভাবি ।

কখন্ কীভাবে এর শুরু ? কেতাবী
বিভিন্ন ব্যাখ্যার পাতা ওলটাই । সে সব
কল্পনা অনুমান বিজ্ঞান বিষয়
সহজ সামান্য নয় ,
বিস্ময় -বিভব
মনে ঘুরে , ঠিক অচিনপুরের রহস্য
আজও কারো হস্তগত নয়, অবশ্য
আদার ব্যাপারী আমি
জাহাজের খোঁজে কী এমন কাজ ?
যদি কোনোদিন আচমকা থেমে যায় অধরা
এই সময়ের আদিম লহরা
ধরাচূড়া চুকে যাবে , ঘুচে যাবে তার রাজ —-
বিশ্ব ব্রহ্মাণ্ড তার অকূল সমুদ্রে ডুবে আছে
আর আমরা তার বুকে ভাসমান ক্ষুদ্র জাহাজ ।
এমন শেষের প্রশ্ন ঘুরে পাছে পাছে ।।

 

ভোজপুরী উবাচ

ভোজপুরীতে ম’জে আছি, বুঝলে বিবিজান,
এই নতুন চ্যানেলটায় মস্তি আছে দোস্তি আছে
দেহাতি আখ্যান আছে, চটকদার নৌটঙ্কি
নাচ গান বাজনা আছে, আনকোরা মুখ আছে
বুক-খোলা বেসাতি আছে, ভৌজি ভত্তার আছে
প্রগলভ ভাষার ভেল্কি-বাজি আছে, দিল-সে
এস এম এস আছে, ঘাঘরা-চোলির ললিতা
আনারকলিরা আছে, আছে মিশেল মশালা
লাল বাতির বেলেল্লাপনা , পরকীয়া প্রেমের পরাগ ।
পালা ক’রে রাত জেগে দেখছি ধামাল এই মহুয়া
চ্যানেল, একদা বিমর্ষ বিকেলে চ্যানেলগুলো
ঘুরাতে ঘুরাতে অলস বিলাসী শ্রীরাধা
বাঁধা পড়লাম এই নতুন নেশায়, ভিন্ ভাষার
ভোজপুরীতে ম’জে আছি বুঝলে বিবিজান, এখন
তোমার তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার বিধান
খাটবেনা, বুঝলে বিবিজান ।।

৩।

নিজের মধ্যে
——————-

চুপচাপ থাকি
নিজের মধ্যে, গদ্যে পদ্যে খসড়া ছবি আঁকি ।

বুলবুলিতে বাঁধছে বাসা দেখছি দুদিন থেকে
উপুড়-করা আকাশ-পটে চাঁদ উঠেছে বেঁকে,
থেকে থেকে উঠছে ডেকে ডাহুক পাখি কোথা
রাত দুপুরে, ঘুরে ঘুরে ভাঙছে নীরবতা
এবং আমার ভাবনাগুলো হচ্ছে এলোমেলো
মেঘের লুকোচুরির মতো কতোই এলোগেলো
লোকান্তরে দেখছি কখন্ দৃশ্য ও ঘরবাড়ি
ভাঙছে ঝড়ে , জাগছি ঘরে দুঃখ মাখামাখি ।

কতো ভাবনা হচ্ছে উদয় , হারিয়ে যাচ্ছে কতো
জীবন যেন ইচ্ছে-নদীর উজান-ভাটির মতো
চলছে ব’য়ে , র’য়ে স’য়ে থাকার কায়দাকানুন
জানতে হবে , মানতে হবে ভাগ্যের রামধুন
শুনুন তবে পাঠক-বর্গ, শুনুন যদি , বলি —
সময় এবং সুযোগ যেন মিহিন কানাগলি
দুটোই সূক্ষ্ম এবং রুক্ষ, তাল মেলানোই ভার,
ভাবনা এবং ভাগ্য মিললে খুলবে সিংহদ্বার
আর বাকি সব হারিয়ে যায়, হারিয়ে যাওয়া জীবন
হাজার ডাকেও ফিরবে না আর, ব্যর্থ ডাকাডাকি ।

চুপচাপ থাকি
নিজের মধ্যে, গদ্যে পদ্যে খসড়া ছবি আঁকি ।।

বদরুদ্দোজা শেখু। কবি। জন্ম ১৯৫৫ সালের ফেব্রুয়ারি মাসে, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে। অভাব অনটনের মধ্যে তাঁর বেড়ে উঠা। প্রথাগত শিক্ষায় স্নাতকোত্তর। পেশায় অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, নেশায় কবিতা লেখালিখি। প্রকাশিত কাব্যগ্রন্থ: অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন, শব্দ ভেঙে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ