সমীরণ ঘোষের কবিতা

সমীরণ ঘোষ
কবিতা
Bengali
সমীরণ ঘোষের কবিতা

বালি খুঁড়ে খুঁড়ে ডাকি। যদি চাকার অনন্তে এসে
একটা মাটির গাড়ি নড়ে ওঠে

দুই.

লোহার পইঠা থেকে গান ওঠে মরচে হাওয়ায়
কবেকার মেঘের পোশাকে সাঁই
জলে জলে রাত্রি ঠেলছে

তারারা বিহ্বল। শূন্য ফুঁড়ে হাড়ের নৌকোয় নেমে যায়

তিন.

বয়ার খয়াটে এই সম্ভাবনাসমেত রাত
হাওয়ায় দুলছে। আর উপর্যুপরি জং ঢেলে যায়

 

চার.

টিনের জিভের নিচে শিস তোলো
ভগ্ন গেরস্থালি কেঁপে কেঁপে অন্ধকারে জিহ্বা বাড়ায়

 

পাঁচ.

হাড়ের নৌকোয় এসে তোমার ক্ষমার কথা মনে পড়ে

 

ছয়.

আমরা কি এসেছিলাম কোথাও

হাড়ের ভেতর এত সূর্যাস্তনিবিড় দেশ
হাড়ের ভেতর এত সুদূরকালের চোরাহাওয়া

 

সাত.

বাঁশের দু’পায়ে মৃত নক্ষত্রে অশরীরী ছায়া ফেলি
রাত ফুলে ওঠে লুপ্ত পুথির নিচে দমকা হাওয়ায়

 

আট.

কালো ঠিকানায় হয়তো ফিরব
নক্ষত্রভস্মে বুঁদ সমাধির প্রাচীন প্রকৃতি

আমাদের কুহু শুধু ধাতুর নির্জন।শূন্য বুনে যায়

 

নয়.

ঘোড়ার পায়ের দাগে মৃত বিকেলের প্রান্ত নড়ে যায়

 

দশ.

দীর্ঘ সেলাই থেকে শেষ ফোঁড়ে যেটুকু প্রবেশ
ততদূর ছায়াপথ ঘুমের অসমাপ্ত হয়ে ফুটে

 

এগারো.

সন্ধে বাজায় বসে মতিচ্ছন্নের বাঁশি হাড়ের হাওয়ায়

 

বারো.

ফকিরের কাফতান কালো মেঘে কখনও উড়েছে
আমরা ভেবেছি হাঁস। বৃষ্টির সীমানাসূচক

 

তেরো.

ছায়া আঁকি। চোখের অতীত
স্মৃতির অনেক নিচে হাড়ের পৃষ্ঠা খুরে যায়

 

চোদ্দ.

পাঁশুটে ছাতার নিচে লুপ্ত নগরী
পেরিয়ে যাচ্ছে আধভাঙা সেতু

 

পনেরো.

কালো পাথরের দেশ। তুমি কালো অভিজ্ঞান হয়ে পড়ে

সমীরণ ঘোষ। লেখক, কবি ও অনুবাদক। জন্ম ১৯৫৫, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর। প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং-এ। প্রকাশিত বই: 'কবিতাসংগ্রহ' (কবিতাগ্রন্থ), 'চাঁদলাগা চৌষট্টি আশমান' (কবিতাগ্রন্থ), 'অন্তর্বর্তীরেখা' (কবিতাগ্রন্থ), 'কালো পাথরের হারমোনিয়াম' (কবিতাগ্রন্থ), 'মরচে গোধূলির পাঠ' (কবিতাগ্রন্থ), 'প্রিয় পঞ্চবিংশতি' (কবিতাগ্রন্থ), 'সান্ধ্য...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..