দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
শব্দের সকাশে এলে থেকে যায় কিছুটা গহীনে ;
অক্ষরপ্রতিমা তার খুলে দ্যায় নয়ন-ঝরোকা
মৃদু মৃদু হাওয়ার শরীরে ! তখনি পতঙ্গ ওড়ে
উড়ে উড়ে আত্মারঙ মেখে নেয় সুনন্দ মালঞ্চে !
#
যদিও মালঞ্চে বুঝি শাদা গাউনের রাজপরী
নীলাভ আকাশ থেকে এনে নেয় ময়ূরের রঙ
নন্দনকানন যেন অসীম আশ্চর্য ক্যানভাস ;
কেবল ইজেলটুকু গভীর আশ্লেষে ভালোবেসে
খুব কাছে ডেকে নিলে উড়তে থাকে রঙিন দোয়েল
বোঝো তুমি তার শিস গেয়ে ওঠা পারিজাত বন !
চেষ্টা করেছ বোঝার ! যদি করতে, তাহলে এভাবে
তোমার ধারনা জন্ম নিতো না এক্ষণে !
ভুল যদি করে ফেলো তাহলে শোধরাবার —
সময়টুকু আবার নাও পেতে পারো !
বোঝো, চেষ্টা করলেই ঠিক বুঝে যাবে
কোথায় সঠিক অঙ্ক নিয়মমাফিক
প্রকৃত রাস্তায় হেঁটে যায় ফর্মুলাপ্রমাণ !
যেটুকু সময় পেলে, ভেবে নাও –এই সেইক্ষণ
শুধরে নেবার ! ভুল পথে হাঁটা নয় !
পাল্টাও ধারণা ! ভেতর স্বচ্ছতা ফিরে এলে
বুঝে নিতে পারো তুমি অনুরাগগৃহে সেতুসন্ধি !
ভূমির ওপর থেকে যত উত্তরণে
ছুটতে থাকে উড়ান নীল রানওয়ে —
ধরে শর্বরী -অম্বরে ! ওখানে কুহক
মায়াবী কৃষ্ণগহ্বর ! পাইলট জানে
পীত ও নীলাভ বর্ণ নক্ষত্রপুঞ্জের
বৃত্ত অভিযাত্রা বুঝে নিতে ফের দ্যাখো
এক অক্ষরবিজ্ঞানী তার স্বজ্ঞালোকে —
থেকে আলো ফেলছে মহাশূন্য চরাচরে
অমর্ত্য বান্ধব সখা যেন রেটিনার
সুতীক্ষ্ণ গোপন সার্চলাইটের কণা
নতুন অণুর গূঢ় তলে অন্বেষনে ;
অথচ কতটা যোজন উচ্চতা থেকে
ফেলে আসা মর্ত্যধাম মনে হয় যেন
আশ্চর্য আলোক পুঁতিমালা গাঁথা
অবিকল ধূমাবতী পুজোর মন্ডপ
ধায় চামুন্ডাচারিনী অন্য্ ভোরপথে।
বুনে রাখা সুচারু নন্দিত হাতে
গাত্রবর্ণ পুঁতিমালা মর্ত্যমাঠে
রাত্রিযাম থেকে ছড়িয়েছো কোনঘাটে !
ঘটে যাওয়া অন্ধকার হরিয়ালি
ফুটে আছে অগণন জ্যোতিচক্ষু
তবে কী গায়ত্রী মন্ত্র ফলেছে গৌরবে
বিভূতি মাখানো দেবী আছো কোনদিকে !
শর্বরী কুহক মাখে নিশীথ নিলয়ে
সলমা জরির কারুকাজ বাঁকে
অনিদ্রিত ঈশ্বরীর রাঙা নাভিকুণ্ডে
বুনে রাখা প্রত্নলিপি সুগোপন চিত্রে !
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..