বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
১.
মৃত সম্পর্কটুকু ছুঁয়ে আছি। ছুঁয়ে থাকতে হয়
চুল্লি অবধি
খানিকটা নিয়মের বশে, বাকিটা অভ্যেস…
২.
প্রতিটা গল্প যা লেখা হয়নি তাতে সম্পর্কের কথা ছিল
আর যেগুলো শেষ করেছি, সেগুলো সব বিচ্ছেদকথন
৩.
অকালে অন্ধকার ঘনিয়ে এলে
তার না থাকার কথা মনে হয়,
আর আলো ফুটলে
বরাভয়কথা।
৪.
লালন ও পালনের পর
দহন ও বিচ্ছেদই শুধু জোটে
৫.
সম্পর্ক : থাকলে বটগাছ, আর না থাকলে
শুকনো পাতার রাশ
ছায়াহীন বেওয়ারিশ লাশ
৬.
ও সেই বুনো আগাছার মতো
উপড়ে ফেললেও কাঁটাক্ষতে রক্তারক্তি
আর শরীরে
অগুন্তি মৃত শেকড়ের সাদা দাগ…
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..