প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
১.
মৃত সম্পর্কটুকু ছুঁয়ে আছি। ছুঁয়ে থাকতে হয়
চুল্লি অবধি
খানিকটা নিয়মের বশে, বাকিটা অভ্যেস…
২.
প্রতিটা গল্প যা লেখা হয়নি তাতে সম্পর্কের কথা ছিল
আর যেগুলো শেষ করেছি, সেগুলো সব বিচ্ছেদকথন
৩.
অকালে অন্ধকার ঘনিয়ে এলে
তার না থাকার কথা মনে হয়,
আর আলো ফুটলে
বরাভয়কথা।
৪.
লালন ও পালনের পর
দহন ও বিচ্ছেদই শুধু জোটে
৫.
সম্পর্ক : থাকলে বটগাছ, আর না থাকলে
শুকনো পাতার রাশ
ছায়াহীন বেওয়ারিশ লাশ
৬.
ও সেই বুনো আগাছার মতো
উপড়ে ফেললেও কাঁটাক্ষতে রক্তারক্তি
আর শরীরে
অগুন্তি মৃত শেকড়ের সাদা দাগ…
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..