দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
১.
মৃত সম্পর্কটুকু ছুঁয়ে আছি। ছুঁয়ে থাকতে হয়
চুল্লি অবধি
খানিকটা নিয়মের বশে, বাকিটা অভ্যেস…
২.
প্রতিটা গল্প যা লেখা হয়নি তাতে সম্পর্কের কথা ছিল
আর যেগুলো শেষ করেছি, সেগুলো সব বিচ্ছেদকথন
৩.
অকালে অন্ধকার ঘনিয়ে এলে
তার না থাকার কথা মনে হয়,
আর আলো ফুটলে
বরাভয়কথা।
৪.
লালন ও পালনের পর
দহন ও বিচ্ছেদই শুধু জোটে
৫.
সম্পর্ক : থাকলে বটগাছ, আর না থাকলে
শুকনো পাতার রাশ
ছায়াহীন বেওয়ারিশ লাশ
৬.
ও সেই বুনো আগাছার মতো
উপড়ে ফেললেও কাঁটাক্ষতে রক্তারক্তি
আর শরীরে
অগুন্তি মৃত শেকড়ের সাদা দাগ…
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..