আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
পুরুষ যতটা আকাশ দেখে নারীও দেখে ততটাই
তবুও পুরুষ বন্দী করে নারী, দেখায় শুধু ঘরটাই;
ছন্দে চলা হাত বাড়ানো পুরুষ যদি হয় সবটাই
নারীও একক বাঁচার মুখ পেরিয়ে চড়াই উতরাই।
সামাজিক বড্ড একপেশে, পুরুষ করে অধিকার
নারীর জন্য অর্ধেক আকাশ খর্ব করা অহংকার।
কেউ তো যায় নি এগিয়ে, পিছিয়েও পড়ে নি কেউ
নারী ও পুরুষ দুজনেই সম্পূর্ণ আছড়ে পড়া ঢেউ।
নির্মাণের সাথী হয়ে নারী ও পুরুষ চলেছে দিগন্তে
এই পৃথিবী আবার বিনির্মিত হোক সময়ের অনন্তে।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..