বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
পুরুষ যতটা আকাশ দেখে নারীও দেখে ততটাই
তবুও পুরুষ বন্দী করে নারী, দেখায় শুধু ঘরটাই;
ছন্দে চলা হাত বাড়ানো পুরুষ যদি হয় সবটাই
নারীও একক বাঁচার মুখ পেরিয়ে চড়াই উতরাই।
সামাজিক বড্ড একপেশে, পুরুষ করে অধিকার
নারীর জন্য অর্ধেক আকাশ খর্ব করা অহংকার।
কেউ তো যায় নি এগিয়ে, পিছিয়েও পড়ে নি কেউ
নারী ও পুরুষ দুজনেই সম্পূর্ণ আছড়ে পড়া ঢেউ।
নির্মাণের সাথী হয়ে নারী ও পুরুষ চলেছে দিগন্তে
এই পৃথিবী আবার বিনির্মিত হোক সময়ের অনন্তে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..