সম্পূর্ণ

দীপঙ্কর বেরা
কবিতা
Bengali
সম্পূর্ণ

পুরুষ যতটা আকাশ দেখে নারীও দেখে ততটাই

তবুও পুরুষ বন্দী করে নারী, দেখায় শুধু ঘরটাই;

ছন্দে চলা হাত বাড়ানো পুরুষ যদি হয় সবটাই

নারীও একক বাঁচার মুখ পেরিয়ে চড়াই উতরাই।

সামাজিক বড্ড একপেশে, পুরুষ করে অধিকার

নারীর জন্য অর্ধেক আকাশ খর্ব করা অহংকার।

কেউ তো যায় নি এগিয়ে, পিছিয়েও পড়ে নি কেউ

নারী ও পুরুষ দুজনেই সম্পূর্ণ আছড়ে পড়া ঢেউ।

নির্মাণের সাথী হয়ে নারী ও পুরুষ চলেছে দিগন্তে

এই পৃথিবী আবার বিনির্মিত হোক সময়ের অনন্তে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..