প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পুরুষ যতটা আকাশ দেখে নারীও দেখে ততটাই
তবুও পুরুষ বন্দী করে নারী, দেখায় শুধু ঘরটাই;
ছন্দে চলা হাত বাড়ানো পুরুষ যদি হয় সবটাই
নারীও একক বাঁচার মুখ পেরিয়ে চড়াই উতরাই।
সামাজিক বড্ড একপেশে, পুরুষ করে অধিকার
নারীর জন্য অর্ধেক আকাশ খর্ব করা অহংকার।
কেউ তো যায় নি এগিয়ে, পিছিয়েও পড়ে নি কেউ
নারী ও পুরুষ দুজনেই সম্পূর্ণ আছড়ে পড়া ঢেউ।
নির্মাণের সাথী হয়ে নারী ও পুরুষ চলেছে দিগন্তে
এই পৃথিবী আবার বিনির্মিত হোক সময়ের অনন্তে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..