যাযাবর
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
সময় জমিয়ে রাখতে চাই এফডিতে
বেলজিয়ামের কাঁচপাত্রে-
শক্ত করে আটকে রাখব তাতে,
যখন যতটুকু চাই-
ঢাকনা খুলে বের করে আনব ইচ্ছেচামচ দিয়ে।
পড়ন্ত শীতের রোদে উষ্ণতা মেখে-
যদি সৃষ্টি হয় কোনো অনাসৃষ্টির নকশিকাঁথা।
২
অনেকটা সময় পুড়ে গেছে, ছাই উড়ে কার্বন,
বেশিটা জলে ভেসে নোনা-ঢেউয়ে
আঙুলের ফাঁক গলে বালির মতো ঝরে যাচ্ছে কতো!
এখনো বাকি আছে স্বপ্নতরু আঁকার,
তাই সময় জমাতে চাই-
কুমোরপাড়ার পাকা কলসিতে-
সময়টা তাপ ছেড়ে ঠান্ডা হবে
একটু ছড়িয়ে দেব পথেঘাটে ময়দানে,
ঠান্ডা সময়ে মন ভেজে ভালো
স্বপ্নটাও মাঘের বাতাস হবে।
৩
আরো একটু সময় জমাতে চাই ওজন দরে বা মাপনীচোঙের ছন্দে-
একটু পাস্তুরাইজড্ করে খাঁটি সময় সঞ্চিত হবে এম এফ ডি তারিখে,
ট্যামপার-প্রুফ প্যাকে ও রিফিলপ্যাকে বা সিল করা বোতলে,
একান্ত অবসরে উন্মুক্ত করে ঢেলে নেব-
হিসেব করে ভগ্নাংশের ব্যবহার,
দশমিক এক শতাংশ কাজও করা বাকি,
সময় জমবে কী!
যেমনটা চাই।
যাযাবর যাযাবরদের ছোঁড়া কাঠে আগুনও অসংযত,ঝড় উঠে ইত্যবসরে কিছু লবণ দানাও জমা পড়েছে… উদ্বাস্তু রোমে…..
কবি গো ওওও,আর যত গুণীজন কি দিয়ে পূজি তোমাদের চরণ আমি যে অভাগা জানি না…..
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..