শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
সময় জমিয়ে রাখতে চাই এফডিতে
বেলজিয়ামের কাঁচপাত্রে-
শক্ত করে আটকে রাখব তাতে,
যখন যতটুকু চাই-
ঢাকনা খুলে বের করে আনব ইচ্ছেচামচ দিয়ে।
পড়ন্ত শীতের রোদে উষ্ণতা মেখে-
যদি সৃষ্টি হয় কোনো অনাসৃষ্টির নকশিকাঁথা।
২
অনেকটা সময় পুড়ে গেছে, ছাই উড়ে কার্বন,
বেশিটা জলে ভেসে নোনা-ঢেউয়ে
আঙুলের ফাঁক গলে বালির মতো ঝরে যাচ্ছে কতো!
এখনো বাকি আছে স্বপ্নতরু আঁকার,
তাই সময় জমাতে চাই-
কুমোরপাড়ার পাকা কলসিতে-
সময়টা তাপ ছেড়ে ঠান্ডা হবে
একটু ছড়িয়ে দেব পথেঘাটে ময়দানে,
ঠান্ডা সময়ে মন ভেজে ভালো
স্বপ্নটাও মাঘের বাতাস হবে।
৩
আরো একটু সময় জমাতে চাই ওজন দরে বা মাপনীচোঙের ছন্দে-
একটু পাস্তুরাইজড্ করে খাঁটি সময় সঞ্চিত হবে এম এফ ডি তারিখে,
ট্যামপার-প্রুফ প্যাকে ও রিফিলপ্যাকে বা সিল করা বোতলে,
একান্ত অবসরে উন্মুক্ত করে ঢেলে নেব-
হিসেব করে ভগ্নাংশের ব্যবহার,
দশমিক এক শতাংশ কাজও করা বাকি,
সময় জমবে কী!
যেমনটা চাই।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..