সময় জমাতে চাই

অনুশ্রী তরফদার
কবিতা
Bengali
সময় জমাতে চাই

সময় জমিয়ে রাখতে চাই এফডিতে
বেলজিয়ামের কাঁচপাত্রে-
শক্ত করে আটকে রাখব তাতে,
যখন যতটুকু চাই-
ঢাকনা খুলে বের করে আনব ইচ্ছেচামচ দিয়ে।
পড়ন্ত শীতের রোদে উষ্ণতা মেখে-
যদি সৃষ্টি হয় কোনো অনাসৃষ্টির নকশিকাঁথা।


অনেকটা সময় পুড়ে গেছে, ছাই উড়ে কার্বন,
বেশিটা জলে ভেসে নোনা-ঢেউয়ে
আঙুলের ফাঁক গলে বালির মতো ঝরে যাচ্ছে কতো!
এখনো বাকি আছে স্বপ্নতরু আঁকার,
তাই সময় জমাতে চাই-
কুমোরপাড়ার পাকা কলসিতে-
সময়টা তাপ ছেড়ে ঠান্ডা হবে
একটু ছড়িয়ে দেব পথেঘাটে ময়দানে,
ঠান্ডা সময়ে মন ভেজে ভালো
স্বপ্নটাও মাঘের বাতাস হবে।


আরো একটু সময় জমাতে চাই ওজন দরে বা মাপনীচোঙের ছন্দে-
একটু পাস্তুরাইজড্ করে খাঁটি সময় সঞ্চিত হবে এম এফ ডি তারিখে,
ট‍্যামপার-প্রুফ প‍্যাকে ও রিফিলপ‍্যাকে বা সিল করা বোতলে,
একান্ত অবসরে উন্মুক্ত করে ঢেলে নেব-
হিসেব করে ভগ্নাংশের ব‍্যবহার,
দশমিক এক শতাংশ কাজও করা বাকি,
সময় জমবে কী!
যেমনটা চাই।

অনুশ্রী তরফদার। কবি ও সম্পাদক। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের শিলিগুড়ি। দ্রোহকাল নামক ছোট কাগজ সম্পাদনা করেন।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ