সহজপাঠ

ওয়াহিদার হোসেন
কবিতা
Bengali
সহজপাঠ

আয়না

ঘরের ভেতর আয়না হারিয়ে যাচ্ছে
আমরা পরস্পর মুখ দেখে নিচ্ছি
পরস্পরের চোখে
ঘুম আর না বলা কথা

বাবা

বাবা কথা বলেন না
বাবা কাঁদেন না
বাবার ঘোর লাগা পা
ঠান্ডা বুড়ো আঙুল
এখনো দেখতে পাই

 

বৃক্ষ

আমি নিজেকে দেখি
কোথাও ক্ষতচিহ্ন
কোথাও কুড়ুলের দাগ
আমার কানের ভেতর
পাখিদের ওড়াউড়ি
অস্পষ্ট কলরব

বলের গল্প

সাদা বল লাল বল
সাদা জার্সি রঙিন জার্সি

পাখিরা উড়ছে
পাখিদের ওড়াউড়ি

আর জল আসছে
আর তোয়ালে আসছে

হাটতে হাটতে

 

সহজপাঠ

সহজপাঠের ভেতর থেকে
উঁকি দিচ্ছে
কথা না শেখা শিশুটি।।

ওয়াহিদার হোসেন। কবি। জন্ম ১৯৮৬, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রাঙ্গালিবাজনায়। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। চাকরি করছেন ডুয়ার্সের এক প্রত্যন্ত চা বাগানের প্রাথমিক স্কুলে। প্রকাশিত বই: 'মধ্যরাতের দোজখ যাপন' (কাব্যগ্রন্থ, ২০১৩) এবং 'পরিন্দা' (কাব্যগ্রন্থ,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..