বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
ঘরের ভেতর আয়না হারিয়ে যাচ্ছে
আমরা পরস্পর মুখ দেখে নিচ্ছি
পরস্পরের চোখে
ঘুম আর না বলা কথা
বাবা কথা বলেন না
বাবা কাঁদেন না
বাবার ঘোর লাগা পা
ঠান্ডা বুড়ো আঙুল
এখনো দেখতে পাই
আমি নিজেকে দেখি
কোথাও ক্ষতচিহ্ন
কোথাও কুড়ুলের দাগ
আমার কানের ভেতর
পাখিদের ওড়াউড়ি
অস্পষ্ট কলরব
সাদা বল লাল বল
সাদা জার্সি রঙিন জার্সি
পাখিরা উড়ছে
পাখিদের ওড়াউড়ি
আর জল আসছে
আর তোয়ালে আসছে
হাটতে হাটতে
সহজপাঠের ভেতর থেকে
উঁকি দিচ্ছে
কথা না শেখা শিশুটি।।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..