প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ঘরের ভেতর আয়না হারিয়ে যাচ্ছে
আমরা পরস্পর মুখ দেখে নিচ্ছি
পরস্পরের চোখে
ঘুম আর না বলা কথা
বাবা কথা বলেন না
বাবা কাঁদেন না
বাবার ঘোর লাগা পা
ঠান্ডা বুড়ো আঙুল
এখনো দেখতে পাই
আমি নিজেকে দেখি
কোথাও ক্ষতচিহ্ন
কোথাও কুড়ুলের দাগ
আমার কানের ভেতর
পাখিদের ওড়াউড়ি
অস্পষ্ট কলরব
সাদা বল লাল বল
সাদা জার্সি রঙিন জার্সি
পাখিরা উড়ছে
পাখিদের ওড়াউড়ি
আর জল আসছে
আর তোয়ালে আসছে
হাটতে হাটতে
সহজপাঠের ভেতর থেকে
উঁকি দিচ্ছে
কথা না শেখা শিশুটি।।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..