সাইকেল ও রাস্তা

হরিৎ বন্দ্যোপাধ্যায়
কবিতা
Bengali
সাইকেল ও রাস্তা

সাইকেল

একটার পাশেই আর একটা
হাজার রাগেও
ঘাড়ে এসে পড়ে না একবারও
অদ্ভুত এক সমীকরণ
সামান্য তফাৎ রেখে
বলে যায় যে যার কথা
পৃথিবীব্যাপী ছড়িয়েছে
এক মেঘলা ক্যানভাস
পায়ে পায়ে রেখে যাবে দাগ
সারাটা সময় জুড়ে
সব দাগ মুছে গেলে
ভাষা পাবে রঙের সংলাপ
পৃথিবীর পথ জুড়ে
দু’পায়ে দাঁড়াবে ইতিহাস।

 

রাস্তা

হাঁটতে হাঁটতে দেখি
আমার সামনে একটা নতুন সম্পর্ক
নিজেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে

পিছনে আমার মা
রান্নাঘরে ভীষণ ব্যস্ত
খুন্তি নাড়তে নাড়তে
আমাকে রাস্তা এগিয়ে দিচ্ছে

দুয়ারে পুঁথি লিখতে লিখতে বাবা
চোখের ঈশারায় রাস্তা বলে দিচ্ছে

আমার পা টলতে দেখে
দিদি ঠোঙায় কাই দিতে দিতে
চোখ বড় বড় করে

আমার মনে হয়
মা, বাবা, দিদিতে কিছুটা মন রাখলেই
নতুন সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারব।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..