প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
সাদা পোশাক
রাতে। বিমর্ষ রাতে যখন ঘুম আসেনা।মনে পড়ে ছবির বাঁকে একটা তুলি ফেলে এসেছি।তোমাকে ফেলে এসেছি নদীর বাঁকে। তুমি সাদা পোশাকের ভেতর নগ্ন। আমার প্রিয় প্রিয়তমা।
মদ্যপান
যখন দিন আর রাত গড়িয়ে এসে গেলাসের কোনায়।বারের দরজায় ভোর হয়।ভোর চুইয়ে এসে গেলাসে ঢোকে।
নীল শহর থেকে দূরে। দূরে এক বারের ভেতর অলৌকিক ভোর হচ্ছে।ইশ্বর বলছেন আরেক প্যাক হোক।পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে।
পর্যটক
আমি তোমাকে নিয়ে যেতে চাই এক শহরে। দূরের পাহাড়ি শহরে।নিরিবিলি হোটেল রুমের মধ্যে আমরা পরস্পরের হাত ধরে বসে আছি।স্যালাইনের ধারালো অংশটুকু তোমাকে বিক্ষত করছে না।সীজার তোমার শরীর থেকে তোমাকে বের করে আনছে না।
আর হোটেল বয় এসে বলছে “ম্যাডাম,স্যার আপনার জন্য টাওয়েল রাখা আছে আপনারা যৌথ স্নান সেরে নিন।”
ক্লান্তি আর অবসাদের শেষে।নতুন শুরুয়াতের আগে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..