প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
তুমি আমার রোদেলা দুপুর
ঘুম হারা চোখ
বিষন্নতার সঙ্গীহীন লাজুক বাতাস
ভাবনার বেড়া ডিঙ্গিয়ে অনায়াসে
হারিয়ে যাওয়া
যন্ত্রণার উপশম হয় বৈকি
আনে খানিক প্রশান্তি
সিক্ত শিশিরের নিশ্চুপ নীরবতা
চলার পথের মসৃণতা বয়ে আনে
তোমার কমনীয় পরশে স্নিগ্ধ এক
আমেজ সারা অঙ্গে আন্দোলিত হয়।
আমায় করে উজ্জীবিত।
জাগিয়ে তোলে সজীবতা।
স্তব্ধ প্রহরের প্রান্তর জুড়ে
প্রাণ সঞ্চারিত হয়, বোধ করি
নির্জীব কোষে।
দু’চোখে অজস্র রঙিন স্বপ্নের মুকুল।
প্রস্ফুটিত আকাঙ্খার প্রজ্জলতা
দ্বিধা দ্বন্দের অবসান ঘটিয়ে
আমায় ধন্য করো।
পরিপূর্ণতা আনে
প্রত্যাশার সূর্যের আলোর বিকিরণ।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..