আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
তুমি আমার রোদেলা দুপুর
ঘুম হারা চোখ
বিষন্নতার সঙ্গীহীন লাজুক বাতাস
ভাবনার বেড়া ডিঙ্গিয়ে অনায়াসে
হারিয়ে যাওয়া
যন্ত্রণার উপশম হয় বৈকি
আনে খানিক প্রশান্তি
সিক্ত শিশিরের নিশ্চুপ নীরবতা
চলার পথের মসৃণতা বয়ে আনে
তোমার কমনীয় পরশে স্নিগ্ধ এক
আমেজ সারা অঙ্গে আন্দোলিত হয়।
আমায় করে উজ্জীবিত।
জাগিয়ে তোলে সজীবতা।
স্তব্ধ প্রহরের প্রান্তর জুড়ে
প্রাণ সঞ্চারিত হয়, বোধ করি
নির্জীব কোষে।
দু’চোখে অজস্র রঙিন স্বপ্নের মুকুল।
প্রস্ফুটিত আকাঙ্খার প্রজ্জলতা
দ্বিধা দ্বন্দের অবসান ঘটিয়ে
আমায় ধন্য করো।
পরিপূর্ণতা আনে
প্রত্যাশার সূর্যের আলোর বিকিরণ।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..