শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
তুমি আমার রোদেলা দুপুর
ঘুম হারা চোখ
বিষন্নতার সঙ্গীহীন লাজুক বাতাস
ভাবনার বেড়া ডিঙ্গিয়ে অনায়াসে
হারিয়ে যাওয়া
যন্ত্রণার উপশম হয় বৈকি
আনে খানিক প্রশান্তি
সিক্ত শিশিরের নিশ্চুপ নীরবতা
চলার পথের মসৃণতা বয়ে আনে
তোমার কমনীয় পরশে স্নিগ্ধ এক
আমেজ সারা অঙ্গে আন্দোলিত হয়।
আমায় করে উজ্জীবিত।
জাগিয়ে তোলে সজীবতা।
স্তব্ধ প্রহরের প্রান্তর জুড়ে
প্রাণ সঞ্চারিত হয়, বোধ করি
নির্জীব কোষে।
দু’চোখে অজস্র রঙিন স্বপ্নের মুকুল।
প্রস্ফুটিত আকাঙ্খার প্রজ্জলতা
দ্বিধা দ্বন্দের অবসান ঘটিয়ে
আমায় ধন্য করো।
পরিপূর্ণতা আনে
প্রত্যাশার সূর্যের আলোর বিকিরণ।
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..