বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
আজ থেকে আমি ভীষণ সাম্রাজ্যবাদী হবো
আজকালকার অষ্টাদশী প্রেমিকারাও
তাদের প্রেমিকদের সাম্রাজ্যবাদী রূপে
দেখতে চায়।
হোক সে মুদি দোকানী কিংবা কবিতার
ফেরিওয়ালা।
আজ থেকে আমি আর সাম্যবাদের নাম
মুখেও নেবোনা।
কবিতার নামে ভূষি মালের মোকাম খুলবো
মথুরা, বৃন্দাবন কিংবা যমুনা’র তীরে।
সাম্রাজ্য বিস্তার করবো সাম্রাজ্যবাদী প্রেমিকার
ঠোঁট, কপাল, চিবুক, স্তন, পেট, নাভীমূল থেকে যোনি অব্দি।
মৃত্তিকার শরীরে বয়ে চলা
গরল ঢালবো প্রিয়তমার টকটকে লাল
কিংবা গোলাপী পুষ্পের সাম্রাজ্যবাদী পুষ্পাঙ্গনে!
চুপসে যাওয়া বেলুন হয়ে
বেঘোরে পড়ে থাকবো প্রিয়তমার
পায়ের কাছে।
কিংবা তাঁর ঠোঁটে ফের এঁকে দেবো
একটি সাম্রাজ্যবাদী দীর্ঘ চুমু!
নিশ্চুপে পান করবো অফুরান অমৃত সুধা।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..