দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
আজ থেকে আমি ভীষণ সাম্রাজ্যবাদী হবো
আজকালকার অষ্টাদশী প্রেমিকারাও
তাদের প্রেমিকদের সাম্রাজ্যবাদী রূপে
দেখতে চায়।
হোক সে মুদি দোকানী কিংবা কবিতার
ফেরিওয়ালা।
আজ থেকে আমি আর সাম্যবাদের নাম
মুখেও নেবোনা।
কবিতার নামে ভূষি মালের মোকাম খুলবো
মথুরা, বৃন্দাবন কিংবা যমুনা’র তীরে।
সাম্রাজ্য বিস্তার করবো সাম্রাজ্যবাদী প্রেমিকার
ঠোঁট, কপাল, চিবুক, স্তন, পেট, নাভীমূল থেকে যোনি অব্দি।
মৃত্তিকার শরীরে বয়ে চলা
গরল ঢালবো প্রিয়তমার টকটকে লাল
কিংবা গোলাপী পুষ্পের সাম্রাজ্যবাদী পুষ্পাঙ্গনে!
চুপসে যাওয়া বেলুন হয়ে
বেঘোরে পড়ে থাকবো প্রিয়তমার
পায়ের কাছে।
কিংবা তাঁর ঠোঁটে ফের এঁকে দেবো
একটি সাম্রাজ্যবাদী দীর্ঘ চুমু!
নিশ্চুপে পান করবো অফুরান অমৃত সুধা।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..