প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আজ থেকে আমি ভীষণ সাম্রাজ্যবাদী হবো
আজকালকার অষ্টাদশী প্রেমিকারাও
তাদের প্রেমিকদের সাম্রাজ্যবাদী রূপে
দেখতে চায়।
হোক সে মুদি দোকানী কিংবা কবিতার
ফেরিওয়ালা।
আজ থেকে আমি আর সাম্যবাদের নাম
মুখেও নেবোনা।
কবিতার নামে ভূষি মালের মোকাম খুলবো
মথুরা, বৃন্দাবন কিংবা যমুনা’র তীরে।
সাম্রাজ্য বিস্তার করবো সাম্রাজ্যবাদী প্রেমিকার
ঠোঁট, কপাল, চিবুক, স্তন, পেট, নাভীমূল থেকে যোনি অব্দি।
মৃত্তিকার শরীরে বয়ে চলা
গরল ঢালবো প্রিয়তমার টকটকে লাল
কিংবা গোলাপী পুষ্পের সাম্রাজ্যবাদী পুষ্পাঙ্গনে!
চুপসে যাওয়া বেলুন হয়ে
বেঘোরে পড়ে থাকবো প্রিয়তমার
পায়ের কাছে।
কিংবা তাঁর ঠোঁটে ফের এঁকে দেবো
একটি সাম্রাজ্যবাদী দীর্ঘ চুমু!
নিশ্চুপে পান করবো অফুরান অমৃত সুধা।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..