সিঁদুরের রঙ

সঞ্জয় চক্রবর্তী
কবিতা
Bengali
সিঁদুরের রঙ
সিঁদুরের রঙ
সহস্র থেকে শূন্যাঙ্কের ঘরে পা রাখলেই
ব্রহ্মরাক্ষস অভদ্রা ।
সদ্য এসেছি ঝিঙেফুল হাতে, নিমডাল চুষে, মুখের পর্দা
খসলেই আমার হৃদির ঐ গোপনে মাখামাখি তুমি !
তারপরেও আমি
একমাত্র আমিই সব  ।
সে যাইহোক
সমস্ত আচার অনুষ্ঠান ও পরব
ভুলে মূল কাহিনীতে পুনরায় ফিরে আসা যাক ।
ওহে নির্বাক
প্রকাশ্যে পরমাত্মা এলেই সব অশুভ ঘুমিয়ে পড়ার যে ষড়যন্ত্র
তুমি করেছিলে, তা ভেঙে খানখান ।
আজ হাহাকারে দ্যাখো আমারই মরণ-আহ্বান ।
ওগো বঁধুয়া
“বউ কথা কও” ডাকে ফাগুনের মাসে সারাটা দীর্ঘ রাত
পাশার চালে কে কবেই-বা কাকে দিয়েছিল মাত ?
বহুরূপে তার ভেসে গেছে সেই মন
সিঁদুরের রঙ কী ছিল তখন ?

কবি সঞ্জয় চক্রবর্তীর জন্ম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ বিধাননগর অঞ্চলে , এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে । তাঁর পিতা সমীর চক্রবর্তী ছিলেন শিল্পক্ষেত্রের একজন সাধারণ কর্মচারী এবং মাতা মমতাদেবী একজন গৃহিনী । সঞ্জয় চক্রবর্তী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কলাবিভাগে প্রথমশ্রেণিতে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..