প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
সুনির্দিষ্ট তিন তরল: বীর্য, রক্ত, বুকের দুধ
তিন তরলে যে আমাকে জন্ম দিলো তখন..
প্রথম তরল গ্রহন করে তুই, বললি সোনা আসবি?
পৃথিবীটা দেখবি ঘুরে, আমার কোলে বসবি।
তখন আমি শূন্য ছিলাম, এক্কেবারে ভ্রণ..
আসছি আমি জানান দিতে..ই কষ্ট বেড়ে দ্বিগুণ!
দ্বিতীয় তরল রোজ দিয়ে তুই ,করলি আমায় বড়
নয় মাস তোর রক্ত নিয়ে ভীষণ বড়সড়
ঠিক মত দিন তারিখ গুনে, বললি সোনা আসবি?
আমার না হয় কষ্ট হলো, তুই তো আলো দেখবি!
তৃতীয় তরল মুখে দিতে, আঁকড়ে নিলি বুকে
সব কষ্ট ভুলে গিয়ে আঁচল দিলি পেতে
শীত কিংবা চৈত্র মাসে ওতেই জড়সড়
ছোট্ট আমায় শূন্য থেকে করলি অনেক বড়!
আবার যেনো জন্ম নিয়ে তোর আঁচলে আসি
তুই ছাড়া আর কে বুঝবে,আমি কেমন আছি?
এক পৃথিবীর সব সুখ তুই, তোর আঁচলে পুষি
এই পৃথিবীর সব সুখ মা’গো তোর আঁচলে বাসি!
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..