বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
সুনির্দিষ্ট তিন তরল: বীর্য, রক্ত, বুকের দুধ
তিন তরলে যে আমাকে জন্ম দিলো তখন..
প্রথম তরল গ্রহন করে তুই, বললি সোনা আসবি?
পৃথিবীটা দেখবি ঘুরে, আমার কোলে বসবি।
তখন আমি শূন্য ছিলাম, এক্কেবারে ভ্রণ..
আসছি আমি জানান দিতে..ই কষ্ট বেড়ে দ্বিগুণ!
দ্বিতীয় তরল রোজ দিয়ে তুই ,করলি আমায় বড়
নয় মাস তোর রক্ত নিয়ে ভীষণ বড়সড়
ঠিক মত দিন তারিখ গুনে, বললি সোনা আসবি?
আমার না হয় কষ্ট হলো, তুই তো আলো দেখবি!
তৃতীয় তরল মুখে দিতে, আঁকড়ে নিলি বুকে
সব কষ্ট ভুলে গিয়ে আঁচল দিলি পেতে
শীত কিংবা চৈত্র মাসে ওতেই জড়সড়
ছোট্ট আমায় শূন্য থেকে করলি অনেক বড়!
আবার যেনো জন্ম নিয়ে তোর আঁচলে আসি
তুই ছাড়া আর কে বুঝবে,আমি কেমন আছি?
এক পৃথিবীর সব সুখ তুই, তোর আঁচলে পুষি
এই পৃথিবীর সব সুখ মা’গো তোর আঁচলে বাসি!
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..