সুমন মল্লিক-এর ৫টি কবিতা

সুমন মল্লিক
কবিতা
Bengali
সুমন মল্লিক-এর  ৫টি কবিতা

হৃদ্-বিষাণ  /  ১

 

পলি সরিয়ে সরিয়ে নদীর অতল থেকে

তুলে এনেছিলে মেঘ থেকে খসে পড়া

বজ্রবিদ্যুৎ ৷

আর কেউ না জানলেও জোছনা জানে

শরীরের পিপাসায় আজও ঢেউ তোলে

বীজমন্ত্র

যার প্রতিটা উচ্চারণ তুমি সাজিয়েছিলে

দু’ঠোঁটের আলিঙ্গনে ৷

 

 

হৃদ্-বিষাণ  /  ২

 

আলো নয় , একটা গহীন অন্ধকারের ভেতর

দেখতে পাই

জলজকুসুমে বালির ভাস্কর্য – পাই

নরম খইয়ের মতো স্পর্শ-সম্মোহন ৷

আমার শীতের ভেতর যে বর্ষা আছে

তাতে কী এখনও ভেজো তুমি লুকিয়ে ?

ভাবতে ভাবতে উড়ে আসে চুমুর চাবুক

আর ঘুঙুরের মতো বেজে ওঠে স্মৃতি ৷

 

 

হৃদ্-বিষাণ  /  ৩

 

সময় অলংকার খুলে রাখলে ফুটে ওঠে

জোছনা-জোনাকিদের মিহি মোলাকাত ৷

সমুদ্রসাঁতার অভ্যেস হয়ে গেছে –

ঢেউ-আঁকা স্পর্শ আমি গুছিয়ে রাখি

কোলবালিশের উষ্ণতায় ৷

ঘুম গাঢ় না হলে লাফ দিয়ে উঠে আসে

সোহাগ-ফড়িং , নত হয়ে বসে আমার

হৃদয়ঝোরায় ৷

 

হৃদ্-বিষাণ  /  ৪

 

কখনও কখনও তোমাকে

একটা হারিয়ে ফেলা পান্ডুলিপির মতো মনে হয় ৷

অক্ষর থেকে অক্ষরে ভেসে ওঠে

শূন্যতার নিভৃত উন্মাদনা – আঙুলের ডগায়

খুঁজি উষ্ণ নিঃশ্বাসের কবিতা আর

রুপোলি রাতের নিঝুম ইন্দ্রজাল ৷

হারিয়ে ফেলা কবিতারা তোমার একেকটা চাউনির মতো –

দেখা যায় , পড়া যায় না…

 

হৃদ্-বিষাণ  /  ৫

 

আমার যাবতীয় উৎসব তোমার শেষ পদচিহ্নের নীচে

চাপা পড়ে আছে ৷

তাই তো প্রহর জুড়ে বিষাদবন্দিশ…

ভোরের শিউলিতলায় ভেজা ভেজা স্বপ্ন কুড়িয়ে রাখি

বুকপকেটে আর ছাইয়ের সাথে মিলে যায় ছাই ৷

আগুনের কাছে আমার সমর্পণগুলো

কাগজের নৌকায় ফিরে আসে পর পর , আমার

ভ্রষ্ট কবিজন্মে ফণা তুলে দাঁড়ায় শিশিরভেজা প্রেম ৷

সুমন মল্লিক। কবি। জন্ম: ২৬ এপ্রিল ১৯৮৫, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে৷প্রথম দশকের (ভারতে) একজন উল্লেখযোগ্য কবি৷ শিক্ষা: ইংরেজি সাহিত্যে এম,এ৷ কবিতার জগৎ ও লিখনশৈলী একেবারেই নিজস্ব৷ প্রথম কবিতার বই প্রকাশিত হয় ২০১৫–এ৷ এযাবৎ প্রকাশিত কবিতার বই পাঁচটি৷ ‘উত্তরের কবিমন’ পত্রিকার সম্পাদকমন্ডলীর একজন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..