প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বিস্তারিত হওয়ার বাসনায় ছেড়ে এসেছি নিজস্ব মাটি।
জল, আকাশের সীমানাও লঙ্ঘন করেছি। বারম্বার ক্ষতবিক্ষত করেছি
কোমল পাপড়ি গুলি। কঠিন ও কঠোর করে ফেলার পর যখন চূড়ায় পৌঁছনোর গর্ব, ঝড় চিনিয়ে দিল মাটি। কোমল মাটিতেই ভেঙে গেল সমস্ত বর্ম ।
তালপাতার ভেঁপু বাজাতে বাজাতে যে বালক
তিরপূর্ণীর মাঠ পেরিয়ে যায়। যে বালিকা রাঙাপুতুলের বিয়ে দেয়
তারা প্রাচীন বাংলার মাটির ঘরে ঘুমিয়ে আছে। তাদের জাগাতে গিয়ে আমি হারিয়ে ফেলেছি পথের রেখা।
ক্রমশ কী হয়গ্রীব হয়ে যাচ্ছি!
সন্দেহ হয়, লোকের কৌতূহল ভরা দৃষ্টির ফিতা দিয়ে মাপা হয় আমার ছাতি। পাতালে যাইনি, তবে প্রত্যহ অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া এবং আসা।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..