প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
সোনালু তুমি আজো ফুটে আছো; কী অপরূপ রূপ
দুপুরবেলা তোমার ডালে মাছরাঙা টা চুপ
কতো বছর দেখছি তোমায়; তুমি দারিয়ে আছো একা …..
ঘাসের সাথে কথা বলো??পাওকি পড়ির দেখা??
সোনালু তুমি বেথা বোঝ? বোঝ ভালবাসা??
সোনালু তুমি অশ্রু বোঝ;? চোখের কোনে আসা –
জানি তুমি বোঝনা কিছুই- -হয়তো বুঝি না আমি;
কিন্তু বুঝি একটা জিনিস জীবনটা খুব দামি- —
তোমায় যখন দেখি আমি; তাকাই তোমার ফুলে
কেমন করে সোনালী আলোয় সোনালু ফুল দোলে ……
তোমারে আমি ভুলিনি আজো কবি- –
ভুলিনি তোমার চরন; জোছনা রাতে তোমারেই মনে পরে: হয়ে য়ায হৃদয় খানি হরন- —
আমি আজ অনেক দূরে কবি; নেই তো সেই তোমার লেখা বই;
তবু জানো আপন মনে আমি একলা বসে তোমার চরন কই- —-
সেই মেঠো পথ- ভাঁটফুল- ভেসে ওঠে চোখে;
টুনটুনিটা খেলা করে ডুমুর গাছের ঝোপে- —
বাঁকা নিম গাছটায় বসে থাকে কত পাখির দল- –
তালের ডোঙা ভাসিয়ে চলা সেই যে বিলের জল-
এই সব আজ অনেক দূরে- পেছনে ফেলে আসা –
বিশ্বাস করো কমেনি এখনো তোমার ভালবাসা-
তোমারে আমি ভুলিনি আজো কবি-
ঘুমের মাঝেও তোমার কথা কই,
আরব দেশের মাটিতে আমি আজ নাই বা পেলাম তোমার লেখা বই ।
সোনালু পাতার ফাঁকে জোছনা নামে,…
ভেসে ওঠে এক সরল কিশোরীর মুখ!
কী অপূর্ব! কী উজ্জল!
স্বপ্নে ভরা দুটো চোখ -,হাসি হাসি মুখ –
ঠিক যেন আসিফার মতো- রেপ কাকে বলে ও জানতো না!
আমাদের সমাজ ব্যবস্থা –
ও জানত না মানুষ রূপী মাংসাশী পশুদের
ও জানত না কী হতে চলেছে
ও জানতো না মৃত্যু কতটা কাছে
জোছনায় ভেসে ওঠা মুখ ঠিক যেন আসিফার মতো ….
ও হাসছে ..,মৃদু রাঙা ঠোঁটে ….
এ যেন মৃত্যু মুখ….
প্রতিবাদের মুখ ..
ঠিক যেন আসিফার মতো ..
সন্ধ্যা নামে ,আমাদের নৌকোর বিলে
এখনো আকাশ লাল …
এখনো টিয়ে পাখির কন্ঠে ,মিঠু .মিঠু ..ডাক
এখনো শাপলা পাতায় পুঁটি মাছ শুয়ে – নিথর নীরব ….
এখনো সারিবদ্ধ ভাবে হেঁটে আসে পাতিহাঁসগুলো ..
কত সুন্দর …..পাক্.. পাক্ ..শব্দে ..
সন্ধ্যা নামে আমাদের নৌকোর বিলে …
প্রতিটি দিনের শেষে ….
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..